তবু আপনারা ভাল না বেসে এত ঘৃণা কেন করেন?

in #love6 years ago (edited)

যারা নোংরা কথা বলে, তাদের মনের ভেতরটা কোন হাহাকারে পূর্ণ থাকে?
সুন্দরের সন্ধ্রান যে পায়নি, ভালবাসতে যে শেখেনি তার জীবনটা আসলে ক্যামন? যে শুধু ঘৃণাই ছড়ায়, যে শুধু নোংরা কথাই বলে, কারণে কি অকারণে, বলে বলে তাদের নিজের বুকের ভেতরে খুব শান্তি আর তৃপ্তির বাতাস কি বয়ে যায়?

যে মেয়েটিকে আপনি ফেক আইডি থেকে নোংরা কথা লিখে পাঠান, মেয়েটা সেটা পড়ে একটু সময় থমকে যায়, একটু গা গুলিয়ে ওঠে। পরক্ষনেই তো মেয়েটা ভুলে যায় সব। নিজের জগতে ফিরে যায়।

মানুষ ভালোবাসা মনে রাখে, সুন্দর মনে রাখে। রাস্তায় ছড়ানো বমি কে মনে রাখে?
ভালবাসা জীবনটাকে এত সহজ সুন্দর করে, তবু আপনারা ভাল না বেসে এত ঘৃণা কেন করেন? নিজের প্রতি এত কদর্য ঘৃণা জমে গেছে বলেই কি অচেনা অপরিচিতের ছদ্মবেশে ঘেন্না ছড়ান?
তাতে শান্তি আসে? ভালবাসা আসে?

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.034
BTC 63914.94
ETH 3312.82
USDT 1.00
SBD 3.92