প্রেমিকার মান সম্মান এবং ভালোবাসার রক্ষা করতে চাইল।

in #lofvc3 years ago

তখন আরিয়া তার বন্ধুকে মারতে দেখে সে এগিয়ে আসে কারণ সে নিজের জান দিয়ে বন্ধুর এবং তার প্রেমিকার মান সম্মান এবং ভালোবাসার রক্ষা করতে চাইল।

অবশেষে যখন অর্জুন যখন গাদ্দারী শুরু করেছিল সে যখন কাজল আগারওয়াল কে নিয়ে চলে যেতে চাইলো তখন নায়িকার বাবা ছুরি নিয়ে আঘাত করতে গিয়েছিল অর্জুনের পেটে, তখন আরিয়া তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে সেখানে ছুরির নিচে আত্মসমর্পণ করলো।

পরে আরিয়া আহত হয় এবং সে মৃত্যুশয্যায় তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তখন সবাই বুঝতে পারে আসলে সঠিক লাভার ছিল আরিয়া।

আর তার বন্ধুও তার ভুলটা বুঝতে পারে যে আমার বন্ধু আমার জন্য কতটুকু কাছের এবং কি কতটুকু আমার জন্য জান পরান এবং সে আমার জন্য কি কি করতে পারে এসব বুঝতে পেরে তার ভুল সে নিজে স্বীকার করে নায়িকাকে তুলে দেয়া হয় আরিয়ার হাতে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 108872.54
ETH 3917.01
USDT 1.00
SBD 0.60