লুকোচুরি

in #literature6 years ago

হায় দয়াময়! এ কী খেলা
খেলছো আমার সনে,
তোমাকে খুঁজে খুঁজে আমি
ক্লান্ত, কাঁদি সঙ্গোপনে।

আমার মাঝে তোমার বাস
ছাড়িনি কভু তোমার আশ,
সাপ-লুডু খেলার মত
অহর্নিশি ঘটে সর্বনাশ।

অপরাধী আমি নিশ্চিত তবে--
তোমার দয়ার চেয়ে নয়তো বেশী,
করুণার জলে সিক্ত করো, দেখা দাও
দয়াময়, এ মন বড় উদাসী!

ভাবি বসে নির্জনে একা
এই বুঝি এলে তুমি!
আমি কে, গন্তব্য কোথায়?
সাত-সতেরো কত কি ভাবি--
দেখি শুধু ধূ ধূ মরীচিকা
সকলি আবার শূণ্যে মিলায়!!

এ কেমন লুকোচুরি খেলা
খেলছো অধমের সনে!
আর যে পারি না দয়াময়
কাঁদি শুধু সঙ্গোপনে।
এসো, এসো, হে দয়াময়;
বিরহ-যাতনা মিটাও নিজগুণে।

(পোস্টটি ভাল লাগলে ভোট, শেয়ার, কমেন্ট, লাইক করুন)

--------------০০০-------

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63877.55
ETH 3143.56
USDT 1.00
SBD 3.97