What is best liquidity points in FX

in #liquiditypool9 months ago

ICT method এবং ICT 2022 model অনুযায়ী, Liquidity grab এর পরে MSS ও FVG তে trade entry অনেকেই ফলো করেন, এবং আমার দেখা অনেক mentor তাদের student দের এই মেথড ফলো করে trade করান।

এখানে বিষয় হলো, আমরা কোন liquidity point কে most viable হিসাবে ধোরবো? মানে price action আসলে কোন liquidity কে grab করে ফিরবে সেটা বলা হয় না বা দেখা যায় আমরা বসে আছি একটা liquidity point grab করবে তার পর entry নিবো কিন্তু মার্কেট তার নিচের liquidity কে নিয়ে আমাদের liquidity point এর ৪/৫ point নিচে থেকে reversal দিয়ে চলে যায়, আর আমরা বসে থাকি এই ভেবে যে আমাদের পয়েন্ট -এ আসে নাই, কিন্তু সমস্যা হলো আমারা কি কখনো ভেবে দেখেছি আমারা যে liquidity point কে টার্গেট করে বসে আছি সেটা আসলে মার্কেট মেকার/(algorithm) দেখছে কিনা ?

এই perfect probable liquidity identification এর সব থেকে ভাল কৌশল হলো, আমাদের নিরধারিত liquidity points গুলোর কোন point এর সব থেকে কাছাকাছি HTF FVG রয়েছে। যে পয়েন্ট এর কাছাকাছি HTF FVG রয়েছে সেই পয়েন্ট টি হবে perfect entry points. ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে PA এই পয়েন্ট থেকেই reverse করবে (যদি মার্কেট -এ অন্য কোন অনুঘটক না থাকে।)

নিচের চিত্রে চার্ট এ আমরা liquidity mark করেছি। কিন্তু এখানে কিভাবে আমরা বুঝবো PA আসলে কোন পয়েন্ট কে grab করে reversal দিবে?

image.png

এবার এই চার্ট -এ HTF FVG প্লট করুন, দেখুন তো কি পাওয়া যায়?

image.png

যেহেতু ২ নং পয়েন্ট এর সব থেকে কাছাকাছি H-4 FVG রয়েছে আমরা ধরে নিতে পারি এই পয়েন্টটি ই perfect short entry point.

এর পর দেখুন PA, কি করেছে। ২ নং পয়েন্ট কে grab করে ১ নং পয়েন্ট এর ঠিক নিচে থেকে MSS করে fvg create করে চলে গেছে। যারা উপরের পয়েন্ট কে ধরে বসে আছেন তারা মিস।

image.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67801.51
ETH 2617.25
USDT 1.00
SBD 2.72