অপরূপ রূপসী-তিসি ফুল

in #linseed6 years ago

তেল ও আঁশ উৎপাদনকারী গুল্ম। মিশরে লিনেন জাতীয় বস্ত্র তৈরীতে এর ব্যবহার শুরু হয়। বর্তমানে তেল বীজ ও আঁশ হিসাবে ব্যবহার হয়। এটি ৩০ থেকে ৮০ সেঃ মিঃ উঁচু হয়। ফুল নীল, সাদা বা হালকা গোলাপী হয়।IMG_9279.jpgতিসি ফুল

প্রতিটা ফুলে পাঁচটি করে পাপড়ি থাকে। ভোর বেলা ফুল ফোটে এবং বিকালে ঝড়ে যায়। কান্ডের বাকল বা ছাল থেকে আঁশ তৈরি হয়। আশ সংগ্রহের জন্য উদ্ভিদের কান্ড পানির নিচে ৭-২১ দিন রেখে আঁশ সংগ্রহ করা হয়। জাগ দেওয়া ও আঁশ সংগ্রহ পাট হতে আঁশ সংগ্রহের মতো।
1413883241.jpgতিসি বীজ

ইংরেজি:Linseed,
বৈজ্ঞানিক নামঃ linum usitatissimum
বাংলাদেশের চরাঞ্চলের চাষ করা হয় ।প্রধানত তেল ও খাবার(ভর্তা) হিসেবে ব্যবহার হয় ।আর মৃত গাছ জ্বালানী হিসেবেও ব্যবহার হয় ।
তিসি পানিতে ভিজানো যায় না ,ভিজালে পিচ্ছিল হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে । তিসি তেলের ওষুধি গুন আছে ।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76781.75
ETH 3131.82
USDT 1.00
SBD 2.65