প্রিচার্ডিয়া বেকারিয়ানা

in #lifestyle11 months ago (edited)

শহরের একটি গাছের আত্মকথা

IMG_20230714_102239087.jpg

এই গাছটি প্রায় তিরিশ বছর আগে ডায়মন্ড হারবার রোডে বেহালা থানার বিপরীতে পন্ঞাননতলা মন্দিরের গোপাল ভট্টাচার্য তার দোকানের সামনে লাগিয়ে ছিলেন। যেহেতু এখানে ফুটপাত দখল করে কিছু লোক দোকান লাগায় তাই ওনাকে অনেক যুদ্ধ করতে হয়েছিল স্থানীয় রাজনৈতিক নেতা দাদাদের সঙ্গে। তিনি যুদ্ধে জয়ী হন।


এই গাছ গুলি দীর্ঘ তিরিশ বছর ধরে একটু একটু করে নানা প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচিয়ে বেড়ে উঠছে। কথিত আছে এই সড়কে প্রতি ঘন্টায় ১৪০০০ হাজার যান চলাচল করে। শুধু মোটরগাড়ির দূষণ নয়। এখানে সমানে চলেছে নানা রকম মেট্রোরেল নির্মানের কাজ ও রাস্তার সংস্কার। অনেক ডাস্ট পলিউশনও হয়েছে।



এই গাছটির পাতাগুলো অনেকটা তালপাতার মত দেখতে। কৃষি কাজ ও নগর উন্নয়নের‌ জন্য এর বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে।

৮-১০ ইঞ্চি ধুসর কান্ড নিয়ে এই গাছ প্রায় ৬০ ফুট পর্যন্ত লম্বা হয়। শুকর, ইঁদুর, আগাছা দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এর ফুল গুলি ২-৪টি প্যানিকলের সমন্বয়ে তৈরি যার দৈর্ঘ্য পুস্পদন্ডের থেকে ছোট বা সময় হয়। পরিপক্ক ফল গুলি ১½ ইঞ্চি বাই ১¼ ইঞ্চি হয়।



প্রিচার্ডিয়া বেকারিয়ানা

১৯১৪ জেসপ রক নামের এক ব্যক্তি এটি প্রথম দেখতে পান প্রায় ৩৫০০ফুট উচ্চতায় কিলাউয়াতে তিনি এই পাতার প্রতিসাম্য দেখে মুগ্ধ হয়েছিলেন। ১৯১৬ সালে এর আনুষ্প্রিঠানিক নাম দেওয়া হয় প্রিচার্ডিয়া বেকারিয়ানা এর ফলের সাশ খাওয়া হত। পাতা দিয়ে ঘরের ছাউনী ও হাত পাখা, টুপি, ছাতা, ঝুড়ি বানানো হত। এর কান্ড পিলারের মত ব্যবহার হত। ফিজি ফেন প্লাম ও থার্ষ্টন ফেন প্লামের সঙ্গে এর সাদৃশ্য আছে।

আমার ব্লগটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।



Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67083.87
ETH 3502.60
USDT 1.00
SBD 3.13