স্বপ্ন পুরনের যুদ্ধঃ পিতা-মাতা'র স্বপ্ন বনাম নিজের স্বপ্ন

in #life6 years ago

যখনই কোন শিশু জন্ম নেয় ঠিক তখন থেকেই তার জীবন নিয়ে পরিকল্পনার আরম্ব করে দেয় তার পিতা-মাতা । শিশু এই পৃথিবীতে আসার আগ থেকেই তারা এই পরিকল্পনার বীজ বুনতে শুরু করে। তারা ঠিক করে রাখে যে তাদের সন্তান বড় হয়ে কি হবে । শুধুমাত্র পিতা-মাতা না বাসার অন্যান্য সকল মুরব্বীরা বিভিন্ন স্বপ্ন দেখে ঐ শিশু কে নিয়ে। সময়ের সাথে তাল মিলিয়ে ঐ শিশুকে সম্মুখীন হতে হয় অনেক পরিক্ষার। পিতা-মাতা'র ইচ্ছা সন্তানকে মস্ত বড় ডাক্তার বানাবে। তাই ছোটবেলা থেকেই বিজ্ঞানের চর্চা শুরু হয়ে যায়। কিন্তু শিশুটি লক্ষ্য করে যে সে অংকে খুব কাঁচা, এবং বিজ্ঞান তার মাথায় ঢুকে না। কি করবে সে ? তাকে তো ডাক্তার হতে হবে, আর ডাক্তার হতে হলে অবশ্যই বিজ্ঞান এ পারদর্শী হতে হবে। অপর দিক দিয়ে সাহিত্য, দর্শন, মনোবিজ্ঞান ও রাস্ট্রবিজ্ঞানে তার খুব আগ্রহ। সে এখন মহা বিপাকে একদিকে পিতা-মাতা'র স্বপ্ন অন্য দিকে নিজের ভালো লাগা।

এমন অবস্থার সম্মুখীন হলে যা করতে হবে তাহচ্ছে, নিজের স্বপ্নকে অগ্রধিকার দেওয়া। আপনি কোন বিষয়ে পারদর্শী সেটা আগে নিশ্চিত করুন এবং আপনার পিতা-মাতাকে বুঝানোর চেষ্টা করুন। প্রতিকুল অবস্থা জয় করার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগান।

পিতা-মাতা হোক আপনার প্রিয় বন্ধুঃ


সবসময় চেষ্টা করুন পিতা-মাতার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে। এমনটাও হতে পারে একজন খুব ব্যস্ত থাকে যদি এমন হয় তাহলে অন্তত একজনের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যে আপনার সমস্যার সমাধান করতে পারবে। সাধারণত পিতা সব সময় বাহিরে নানা কাজে ব্যস্ত থাকে তাই মা'র সাথেই বন্ধুত্ব করা উত্তম । আপনার মা'র সাথে আপনার সব কথা শেয়ার করুন। আপনি কোন বিষয়ে দুর্বল এবং কোন বিষয়ে পারদর্শী তা তাকে বুঝান। আপনি কোনটি পছন্দ করেন এবং কোনটি পছন্দ করেন না সেটি তাকে জানান। সে যখন আপনার সমস্যা বুঝতে পারবে তখন অবশ্যই আপনার পাশে দাঁড়াবে এবং আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করবে ।

পিতা-মাতা'র মতামত এর প্রাধান্য দেওয়া এবং বিবেচনা করাঃ


নিজের স্বপ্ন পূরণের জন্য কখনোই আপনার পিতা-মাতা'র মনে আঘাত দিবেন না। মনে রাখবেন তারা সবসময় আপনার ভালোটা নিয়েই চিন্তা করে। তাই নিজের স্বপ্নের পাশাপাশি আপনাকে নিয়ে আপনার পিতা-মাতা'র স্বপ্নেরও বিবেচনা করুন। সম্ভব হলে তাদের স্বপ্ন পুরন করার চেষ্টা করুন, আর যদি না পারেন তাহলে তাদেরকে আপনার সমস্যার কথা বুঝিয়ে বলুন নিশ্চই তারা বুঝবে।

সমাজের কথায় ধ্যান না দেওয়াঃ


"লোকে কি বলবে" - এ কথা চিন্তা করবেন না। বন্ধু-বান্ধব বা আঙ্কেল-আন্টিরা কি বলবে সেটা নিয়ে কখনো চিন্তা করবেন না। সমাজের চোখে ঐ বিষয়টাই দামি হয় যে বিষয়ে কেউ সফলতা পায়। হয়তো আপনার বিষয় নতুন বলে এখনো কেউ সফলতা পায় নাই, তাই তারা সেটিকে ভালো চোখে দেখে না। তাই বলে তো আর নিজের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় না, কেউ পায়নি তাতে কি হয়েছে ? আপনি সফলতা বয়ে আনবেন। দেখবেন তখন সবাই আপনাকে মূল্যায়ন দিতে শিখবে ।

Image Source: 1 , 2, 3 , 4

zakucustomfooter2.gif

Sort:  

@zaku ভাই অসাধারণ পোস্ট টা, comments না করে থাকতে পারলাম না. আসলে আজকের দিনে এই problems টা সব থেকে বেশি বড় problems হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক family তে. আমার parents চাই আমি পুলিশ hobo. কিন্তু আমি আমার মন বলে আমি অন্য কিছু hobo. আরো একটা কথা তুমি অসাধারণ bolecho, যে পিতা মাতা কে বন্ধুর মত ব্যবহার করতে, কিন্তু আজকের দিনে এটা 5% ও হয় না, আমাদের দুঃখ, কষ্ট আমরা কাউকে ভাগ করতে পারি না, আমরা মন খুলে আমাদের সমস্যার কথা কাউকে জানাতে পারি না, আর সেই জন্য আজকের দিনে সুইসাইড এর ঘটনা দিনে দিনে বেড়ে যাচ্ছে, সব সময় নিজের মনের কথা শোনো, তোমার মন যেটা চাই সেটা করো, কিন্তু সেটা ভালো হওয়া উচিত কি বলেন @zaku ভাই?????

ধন্যবাদ মিলান, আশা করি আপনি আপনার পরিবারের সকলের সাথে বন্ধুসুলভ আচরনের মাধ্যমে আপনার মনের কথা তাদের সামনে তুলে ধরতে পারবেন । আমার দেখা এমন অনেক বন্ধু রয়েছে যাদের পরিবার তাদের ইচ্ছা-অনিচ্ছার প্রতি অনেক খেয়াল রাখে। এমনকি আমার পরিবারও আমার যেসব জিনিস পছন্দ এবং যেটা করতে আমি চাই আমাকে সেটি করতে বাধা দেয়া না বরং তারা আর অনুপ্রেওনা দেয়।

@zaku ভাই এটা তুমি ঠিক বলছো, because আমি যখন পড়াশোনা করতাম আমাকে বলতো মাস্টার হতে হবে, কিন্তু আমার সব সময় ধ্যান ছিল, আমি ইন্ডিয়ান FORCE এ ভর্তি হব,,, আমাকে FORCE এ আসতে মানা করতো বাড়ি থেকে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল force, আর আমি ekhon FORCE এ, এখন আমার বাড়িতে আমার ইচ্ছা র বিরুদ্ধে কিছু করতে বলে না, এখন আমি যেটা বলি সেটা,,

You got a 75.76% upvote from @bdvoter courtesy of @zaku!

Delegate Your SP to us at @bdvoter and earn daily 100% profit share for your Delegation & Reward will be Distributed Automatically Daily.

500 SP, 1000 SP, 2500 SP, 5000 SP, 10000 SP.

If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server & If you want to support our service, please set your witness proxy to Steemit Bangladesh.

ধন্যবাদ @zaku ভাই,

একটা মানুষ সববিষয়ে পারদর্শী থাকে না। বাবা - মার স্বপ্ন পূরন নাও হতে পারে তবে নিজে যে বিষয়ে পারদর্শী সে বিষয়েই সাফলতা আসতে পারে। তাই বাবা-মার মনে আঘাত না দিয়ে বুঝানোর চেষ্টা করতে হবে।

পাছে লোকে কিছু বলে

কে কি বলে তা ভাবার সময় নেই! আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে অগ্রসর হউন যখন সফলতা আসবে তখন সবাই বাহবা দিবে। আমি এমনটাই বিশ্বাস করি @zaku ভাই

You got a 39.78% upvote from @postpromoter courtesy of @zaku!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Hola! pues no hablo tu idioma jajaja pero entre porque me llamo la curiosidad ese tipo de escrituras, saudos hispanos!

Gracias por tu comentario hermano. puedes usar el traductor de Google para entender mi tema

claro! asi lo haré

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

This kind of game is very exciting. https://goo.gl/Dd9394

সত্যি অনেক ভালো লাগলো পোস্ট টা। ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58948.02
ETH 2507.62
USDT 1.00
SBD 2.47