82 killed in strong earthquake in Indonesia. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ৮২steemCreated with Sketch.

in #life6 years ago

040829_bangladesh_pratidin_bdp-akdw.jpg

A powerful earthquake in Lombok island near Bali Island, Indonesia's popular tourist resort has killed 82 people. More than fifty people were wounded.

In a week's time, earthquake was felt for the second time on the island. According to US Geological Survey Organization, the magnitude of the magnitude of the Richter scale was 7. Then the tsunami warning was issued.

Local media reported that people started rushing after panic after the earthquake. Two more effects after the earthquake make people apprehensive horrifying.

Rescuers told the media that several earthquakes in the tourist island have been damaged in the earthquake. Isolated electricity connection

A week ago, earthquake of 6.4 magnitude hit the same region. At least 17 people were killed and more than 150 people were injured in the earthquake. At that time hundreds of tourists were trapped in various areas of the island by the hills, though they were later rescued.

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক লোক।

এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয় ওই দ্বীপে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানা, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এরপর সুনামি সর্তকতাও জারি করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি পরাঘাত লোকজনকে রীতিমত আতঙ্কিত করে তোলে।

উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকাও পড়েছিলেন, যদিও পরে তাদের উদ্ধার করা হয়।

Sort:  

খু্ব ই মর্মান্তিক ঘটনা। আমরা শোকাহত

আমাদেরও সতর্ক থাকতে হবে। কারণ এদেশের উপরেও আল্লাহর গজব শুরু হতে বেশী সময় মনে হয় নেই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 95967.22
ETH 3310.18
USDT 1.00
SBD 3.15