বেলা শেষের গল্প

in #life2 years ago

আজ একটা গল্প বলবো।তা শুধু গল্প নয় চরম বাস্তবতা। ব্রিটিশ বিলিনিয়ার রথসচাইল্ড যার সম্পদের কমতি ছিলো না।যাচ্ছে তাই চলতে পারতেন যা খুশী করতে পারতেন।প্রায় তিনি নিখোঁজ হতেন দুই এক সপ্তাহের জন্যে।হইতো ভ্রমনে যেতেন কাউকে না বলে।
তার সম্পদের ঠিকানা সবার অগোচরে ছিলো।
তিনি এতোটাই ধনী ছিলেন সয়ং ব্রিটিশ সরকার তার ঘরের দুয়ারে আসতো টাকা নিতে।
তো দেখা গেলো তাকে কিছু দিন দেখা যাচ্ছেনা।সবাই ভাবল হইতো কোথাও ঘুরতে গেছে।সবাই সবার মতো চলতে লাগলো।এদিক এ উনি কোষাগার এ প্রবেশ করতে ভুলে চাবি নিতে পারেনি।তাই প্রবেশ করার পর দরজা বন্ধ হয়ে যায় যা আর খুলতে পারেনি।আর এটা এমন কক্ষ ছিল অনেক চিৎকার করেও লাভ হয়নি।
পরিশেষে দরজা ভেঙ্গে তার মৃত্যু লাশ পাওয়া গেছিলো।আর দেওয়ালে নিজের হাতের রক্তে লেখা ছিলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি খাবারের অভাবে মারা গেলো।পাশে ছিলো রক্তাক্ত ইট যা দিয়ে তার আঙুল এ আঘাত করে রক্তাক্ত করেছিলো।

এই হলো আমাদের জীবন।নিজের প্রতি অন্যায় অবিচার করে প্রতিনিয়ত ছুটেই চলছি,অবশেষে নিয়তি যা লিখে রেখেছে শূন্য হাতে চলে যাচ্ছি।
1666360231228.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61039.43
ETH 2460.28
USDT 1.00
SBD 2.66