জীবনকে আরো চাঞ্চল্যময় করে গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ

in #life6 years ago

বহুল প্রচলিত ডাচ পেইন্টার Vincent Van Gogh বলেছিলেনঃ

“Great things are done by a series of small things brougth together”

তিনি তার এই উক্তির মাধ্যমে যেই বিষয়টি বুঝাতে চেছেন তা হচ্ছে প্রতিদিনকার ছোট ছোট করে গড়ে তোলা কিছু অভ্যাস পরবর্তিতে বড় ধরনের উপকারে আসে । ঠিক তেমনি ভাবে আমরা যদি দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তুলি তাহলে ভবিষ্যতে তা আমাদের অনেক ধরনের উপকারে আসতে পারে । আজকের পোস্টে আমি তেমন কিছু অভ্যাস নিয়ে আলোচনা করবো ।

নিত্যনতুন বিষয় নিয়ে চিন্তা করুনঃ


Source

আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় । এমন সব অসুবিধা নিয়ে চিন্তা করুন । আমরা অনেকেই নিজের সমস্যা সমাধান হয়ে গেলে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাই । এটা করা উচিত না এতে আমাদের মস্তিষ্ক অলস হয়ে পরে। তাই আপনার সমস্যা না থাকুক, দেশের জাতীয় ভাবে অনেক সমস্যা থাকে সে সব নিয়ে চিন্তা করুন, আপনার নিকটবর্তি অনেক রিলেটিভ বা বন্ধুর নানা ধরনের সমস্যা থাকতে পারে সেসব সমাধানের উপায় খুঁজুন । এর মাধ্যমে এক ডিলে দুই পাখি মারা হবে, প্রথমত আপনি তাকে সাহায্যও করতে পারবেন এবং অপরদিক দিয়ে আপনার মস্তিস্ক সচল থাকবে । যার ফলে পরবর্তিতে যেকোন ধরনের বড় সমস্যায় উপস্থিত বুদ্ধি হাজির হবে আপনার মস্তিস্কে।


পাঠ্যপুস্তক ব্যতীত পাঠ গ্রহনঃ


জ্ঞ্যানি লোকদের জীবনি পড়লে দেখা যাবে তারা কেউই পাঠ্যপুস্তকের সাহায্য নিয়ে বড় হন নাই । তাই নিজের জ্ঞ্যান আহরনের সীমা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না । বাইরের জগতের খবরাদি রাখুন প্রত্রিকা পড়ুন, বিভিন্ন ম্যাগাজিন পড়ুন । সম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেস্টা করুন, এতে আপনার আই কিউ বৃদ্ধি পাবে । তাছাড়া এসব আপনাকে বাইরে অন্যান্যদের সামনে নিজ মতামত প্রকাশে আত্মবিশ্বাস যোগাবে। তাই আজথেকে দৈনিক পত্রিকা পড়ার আরম্ব করুন ।


Sort:  

আপনার পোষ্টটির অনেক যৌক্তিকতা রয়ে। এগুলো মেনে চললে জীবন একটু হলেও পরিবর্ত হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 63009.40
ETH 3420.30
USDT 1.00
SBD 2.45