ছাত্রজীবনে " ফেল " মানেই কি সব সম্ভাবনার পতন ?

in #life6 years ago (edited)

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে জানতে পেরেছেন আমার আজকের পোস্টের বিষয়টা কি। আজ আমি একটা গুরতবপুর্ন বিষয় নিয়ে কথা বলবো । আর সেটা হচ্ছে ছাত্রজীবনে ফেলের প্রভাব। আমরা অনেকেই ভাবি ছাত্রজীবনে ফেল মানে সব শেষ, সব আশা আকাঙ্ক্ষার পত্ন হয়ে যায়। আসলে কি তাই ? আমার সহজ উত্তর " না " । এটা নিত্তান্তই একটি ভুল ধারনা। ব্যরথতা সবার জীবনেই আসতে পারে, তাই বলে হতাশ হয়ে সাম্নের দিন গুলোকে নষ্ট করার কোন মানেই হয় না। পড়াশুনায় সবাই যে ভালো হবে বা ভালো ফলাফল করবে এমনটা কিন্তু কখনোই হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমিও এমন সময়ের সম্মুখীন হয়েছি। তাই বলে হতাশ হয়ে জীবনে চলার পথের দিক পরিবর্তন করি নাই, বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা আপনাকে ব্যর্থতা কাটিয়ে উঠতে সহায়তা করবে ।


Source

হতাশাগ্রস্ত হওয়া যাবে নাঃ



Source

আমার মাঝে মাঝে মনে হয় শুধু মাত্র আমাদের দেশের নয় সারা বিশ্বের ভাষাবিদরা যদি একত্রিত হয়ে যদি Tension এবং Depression এই দুটি শব্দের ব্যবহার যদি বন্ধ করে দিত কতইনা ভালো হতো । এই Tension এবং Depression দিয়ে কি আমাদের কোন উন্নতি হয় কখনোই হয় না বরং আমদের শরির ও মনের ভাবমূর্তি নষ্ট হয়। এগুলোই আমাদের আগামি দিনের সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তাই হতাশাগ্রস্থ না হয়ে পুরনো দিনের কথা মনে না করি সামনের দিকে এগিয়ে যাও উদ্দম গতিতে । তাইতো কিরান ডিসাই বলেন,

“The present changes the past. Looking back you do not find what you left behind.”


নিজের উপর আত্মবিশ্বাস বহাল রাখাঃ



Source

আমরা খুব সহযেই হার মেনে যাই। ব্যর্থতার সম্মুখীন হতে আমরা ভয় পই, আর সেই কারনে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের মধ্যে এমন ধরনের চিন্তা ভাবনা আসে যেন মনে হয় আমাদের দিয়ে আর কোন সাফল্য আসবে না। আসলেই আসবে না, আসবে কীভাবে ? আমরা তো হার মেনেই নিয়েছি । আমরা যদি আমাদের আত্মবিশ্বাস কে এভাবে হারিয়ে ফেলি তাহলে কোন কাজেই কখনো সাফল্যের মুখ দর্শন করতে পারবো না।


স্বপ্ন দেখতে শিখুন এবং তার জন্য কঠোর পরিশ্রম করুনঃ



Source

জীবনে ব্যর্থতা আসা একটি নিত্তান্ত ব্যপার, এটা নিয়ে মন খারাপ করার কছু নেই। বরং আপনি ঐ ব্যর্থতা থেকে কতটা শিখতে পেরেছেন সেটাই মূল ভাবনার বিষয়। অতিতের ব্যর্থতার কথা ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে শিখুন। শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নের প্রয়াস চালিয়ে যেতে হবে যতক্ষণ না সাফল্য আসবে। তখন শুধু একটি কথাই মাথায় রাখবেন যে অতিতের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আর সেই জন্য করতে হবে কঠোর পরিশ্রম । যত যাই হোক সাফল্য়ের মুকুট টি মাথায় পড়তে হবে। আমরা কেউ জানিনা সামনে কি আছে তাই সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে Forrest Gump ছবিটাতে একটা ডায়ালগ আছে, “Life was like a box of chocolates, you never know what you’re gonna get.” বাস্তবেই কিন্তু তুমি জান না যে জীবনে সামনের দিকে তোমার জন্য কি রাখা আছে। তাই তোমার কাজ হবে লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম করে যাওয়া।

Sort:  

Your are absolutely right. This thinking will encourage the failure. The word says that failure is pillar of success.

valo post likhcen..thanks to share this awesome solution of frustrated studesnts.

WOW @rishan this is the first NON english post ive seen on TRENDING Congrats to you for getting a Hindi / Indian Language Post on Steem and representing your part of the world, with India representing a large percentage of steem users we will see Indian posts on trending a lot more often!

@chireerocks will be happy to see this, but maybe he can tell me if there have been Hindi language posts on trending before like this?

appreciated @ackza , But its bangla language and I am from Bangladesh. Thanks for your wise words

Thanks majibullah

আপনি ঠিক বলেছেন। এখনকার ছেলে - মেয়েরা যেকোনো কিছুতেই হতাশা গ্রস্ত হিয়ে জাই। তারা নিজেদের প্রতি আত্নবিশ্বাস বজায় রাখতে পারে না।

You got a 2.69% upvote from @t50 courtesy of @khairulbrri!
95% of all SBD bids go to the people who invest by delegating to the bot.


To use this service send a minimum of 0.010 SBD or STEEM to @t50 with the post you want upvoted as the memo.
Low Minimum Bids!
Increase Your Rep!
Draw Attention To your Post.
Earn Passive Income By Delegating SP to the Bot.
Overbid Protection
Voting processed every 2.4h (2,880 blocks).
@t50 follows all followers!


If you do not want to receive upvotes from @t50 you can ask to be blacklisted by replying to this comment.

আমি আপনার লেখার প্রতি ইমপ্রেসড। যারা ভার্সিটি লাইফে সিজিপিএ নিয়ে চরম হতাশায় আছে তাদের জন্য এই লেখা একটা ভালো মোটিভেশন হতে পারে। আমি নিজেও একটা সময় চরম হতাশায় ছিলাম, ঐ সময়টায় বিভিন্ন মোটিভেশনাল স্পীকারদের শুনতাম। এই প্রথম Steemit এ বাংলায় মোটিভেশনাল স্পীচ দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাই ।

Totally fail

This post has received votes totaling more than $50.00 from the following pay for vote services:

minnowbooster upvote in the amount of $213.40 STU, $297.19 USD.
postpromoter upvote in the amount of $84.40 STU, $124.30 USD.
upmewhale upvote in the amount of $33.04 STU, $48.85 USD.
boomerang upvote in the amount of $13.91 STU, $20.42 USD.

For a total calculated value of $345 STU, $491 USD before curation, with a calculated curation of $66 USD.

This information is being presented in the interest of transparency on our platform and is by no means a judgement as to the quality of this post.

You got a 16.04% upvote from @postpromoter courtesy of @rishan!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

You got a 37.74% upvote from @upmewhale courtesy of @rishan!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

বস ভালো আছি।আশাকরি আপনিও ভালো আছেন। এরকম পোস্ট আমাদের সবাইকে অনুপ্রেরনা দেবে।জীবনে বধা আসলে আমরা হতাশ না হয়ে এগিয়ে যেতে পারব।
ধন্যবাদ বড় ভাই এরকম সুন্দর সুন্দর পোস্ট দিয়ে আমাদের সাথে থাকবেন।

আর পারলে একটা ভোট এবং আমার মতো ছোট মানুষকে একটু ফলো করেন।ওকে বস

জি রাসেল ভালো আছি । ধন্যবাদ আপনার মুল্যবান কমেন্টের জন্য

ভাইয়া একটা ভোট দিয়েন,,,,

This post has received a 16.27 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65070.55
ETH 3147.10
USDT 1.00
SBD 2.55