ভালোবাসার টিউটোরিয়াল।

in #life6 years ago

আজ সমাজে নংরামি ও অশ্লিলতা এতো ছেয়ে গেছে যে, প্রকৃত মানুষ খুজে পাওয়া মুশকিল। আর প্রকৃত মানুষ না থাকলে প্রকৃত ভালোবাসা থাকাটা অস্বাভাবিক। হে যুবক ও যুবতি, তোমরা যাদের কে অনুসরন করছ তাদের শরির সব সময় না পাক থাকে।তোমাদের জন্য তো উত্তম আদর্শ হযরত মুহাম্মাদ সঃ। ভালোবাসা শিখো তার কাছ থেকে যার ১৩টি স্ত্রী থাকার পরেও কন স্ত্রী তার উপর অখুশি ছিল না। আর আজ তোমরা পরকিয়া, তালাক, ব্যভিচার ইত্যাদিতে জরিয়ে পরছো?

তোমার কি মা আয়েশা কে ভালো লাগে না।
হে যুবক মুহাম্মাদ সঃ এর আদর্শে কি এমন খারাপ ছিল যে তুমি দারি কেটে ফেলছো? তুমি যখন দারি কেটে ফেলো তখন আমার নবিঃ এর বুকে তরবারী চলে। হে যুবক ভালো হয়ে যাও। ভালোবাসতে শিখো এবং সবাই কে শিখাও।

Sort:  

This post has received a 1.56 % upvote from @drotto thanks to: @rimon24.

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66342.41
ETH 3548.63
USDT 1.00
SBD 3.09