Shree Devi's last wish(শ্রীদেবীর শেষ ইচ্ছা)

in #life7 years ago

Shree Devi's last wish(শ্রীদেবীর শেষ ইচ্ছা)

মৃত্যুর আগে অনেকেই শেষ ইচ্ছা পোষণ করে যান। মৃত্যুর পর সেই ইচ্ছা পূরণ করেন পরিবার ও আত্মীয়স্বজনেরা। সদ্য প্রয়াত বলিউডের রূপের রানী শ্রীদেবীরও একটি শেষ ইচ্ছা রয়েছে। আর সেই ইচ্ছা পূরণেই এখন ব্যস্ত স্বামী-সন্তানেরা। শ্রীদেবীর প্রিয় রঙ সাদা। সেই সুবাদেই তার শেষ ইচ্ছা ছিলো, তার মৃত্যুর পর গোটা বাংলো সাদা রঙে সাজানো হবে। তার গাড়ি সাজানো হবে প্রিয় সাদা গোলাপ, অর্কিড ও লিলি ফুলে। শ্রীদেবীর ইচ্ছা অনুযায়ী এরই মধ্যে ‘সাদা’র আয়োজন করে ফেলেছে কাপুর পরিবার।

Sridevi was lying in the bathroom(বাথটাবে নিথর পড়ে ছিলেন শ্রীদেবী)

দুবাইয়ের চিকিৎসকেরা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেত্রী শ্রীদেবীর। জনপ্রিয় এই তারকার পরিবার সূত্রে জানা যায়, দুবাইয়ের একটি হোটেলের বাথটবের পানিতে নিথর অবস্থায় পড়ে ছিলেন শ্রীদেবী।

শ্রীদেবী যখন হৃদ্‌রোগে আক্রান্ত হন, এ সময় রাতের খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন।
দুবাইয়ের জুমেইরাহ ইমিরেটস হোটেলে ছিলেন তাঁরা। পরিবারের সূত্রের বরাত দিয়ে খলিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বলে এনডিটিভি জানায়।

স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিকে নিয়ে ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী। বিয়ের অনুষ্ঠানে শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফেরেন বনি। শ্রীদেবী থেকে গিয়েছিলেন। স্ত্রীকে চমকে দিতে বনি শনিবার বিকেলে দুবাই ফিরে যান।

প্রতিবেদনে বলা হয়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বনি সামনে গিয়ে শ্রীদেবীকে চমক দেন। তাঁরা প্রায় ১৫ মিনিট একসঙ্গে কাটান। এ সময় বনি স্ত্রীকে রাতের খাবার খেতে যেতে বলেন। শ্রীদেবী তৈরি হতে প্রসাধনকক্ষে যান। কিন্তু অনেকক্ষণ পরও তিনি বের হননি। বনি গিয়ে দরজায় টোকা দেন। কোনো সাড়া না পেয়ে বনি বলপ্রয়োগে দরজা খোলেন। দেখেন, জলভরা বাথটাবে নিথর পড়ে আছেন শ্রীদেবী।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শ্রীদেবী জ্ঞান হারিয়েছেন ভেবে তাঁর চেতনা ফেরাতে অনেক চেষ্টা করেন বনি। কিন্তু জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়ে তিনি তাঁর এক বন্ধুকে ডাকেন। এরপর রাত নয়টার দিকে পুলিশকে বিষয়টি জানান।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.26
JST 0.039
BTC 93614.74
ETH 3347.58
USDT 1.00
SBD 1.73