দৈনন্দিন জীবনে ব্যবহার জন্য নানা রকম আসবাবপত্র

in #life2 months ago

সবাইকে অভিবাদন,


আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আশ্চর্য ট্রেনে ভ্রমণ শেষে রাতে স্টেশনে কিছু ফটোগ্রাফি নিয়ে এবং এটি শেয়ার করতে পেরে দারুণ লাগছে। আমি ফটোগ্রাফি, ভ্রমণ ও লিখালিখি করতে ভালোবাসি। যাইহোক শুরু করা যাক। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে।

মাটির তৈরি এই সৌখিন পাত্রগুলি খুবই দুর্লভ ও সুন্দর হওয়ার কারণে এগুলো ঘরে সাজিয়ে রাখা হয়। বিশেষ করে এগুলো মাটির হওয়ার কারণে এর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়েছে। গতকাল আমি ও আমার কিছু বন্ধু মিলে এক বান্ধবীর বিয়েতে গেছিলাম সেখানে এই মাটির তৈরি ডিনার সেটটি তাকে উপহার হিসেবে দিয়েছিলাম। অবশ্য সে আমাদের কাছে বায়না করছিল যে তাকে মাটির তৈরি এই ডিনার সেটটি দিতে হবে। আমরা তো আর অনেক কাছের বন্ধু হওয়ার কারণে তার কথা না ফেলে তার জন্য এই ডিনার সেটি নিয়ে যাই।

IMG_20240509_025906.jpg

IMG_20240509_025903.jpg

আসলে মাটি তৈরি জিনিস দেখতে এমনিতেই অনেক সুন্দর হয়। এসব কুমারেরা অনেক সুন্দর করে তাদের নৈপুর কারুকার্যে এসব তৈরি করে। তাদের এই ইউনিট ধারণাকে পরবর্তীতে কাজে লাগিয়ে আমাদের আধুনিক জিনিসপত্র তৈরি করা হয়েছে। আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এইসব মাটির পাত্র সংগ্রহ থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে।

IMG_20240509_025854.jpg

আপনি যদি এই পোস্টটি পছন্দ করেন তবে আমাকে সাপোর্ট করুন এবং যদি আপনি এই পোস্ট বা অন্য কোনও পোস্ট সম্পর্কে কিছু মতামত দিতে চান তবে একটি মন্তব্য করুন৷ আমার আরও সৃজনশীল কাজ চালিয়ে যেতে দয়া করে আমাকে সমর্থন করুন এবং আপনি আমাকে অনুসরণ করতে পারেন যাতে আপনি আমার ভবিষ্যতের পোস্টগুলি দেখতে পারেন এবং আপনাকে সর্বদা আমার ব্লগে স্বাগতম। দোয়া রাখবেন আমার জন্য।


যন্ত্রের তথ্য


শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 10 pro
ছবি সম্পাদনাপোস্ট প্রসেসিং
লেন্সডিফল্ট লেন্স
ফটোগ্রাফার@jihad75
অবস্থানবাংলাদেশ

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39