মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৪৩

in #life7 years ago

১৮৪৭ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বর মাইকেল মধুসূদন দত্ত ভাগ্যাণ্বেষণে কলকাতা ত্যাগ করে মাদ্রাজ গমন করেন।চারদিন জাহাজে অবস্থানের পর তিনি ২৪ ডিসেম্বর মাদ্রাজ বন্দরে পোঁছেন। মাদ্রাজের ব্ল্যাক টাউনের (বর্তমান জর্জ টাউন) দু'জন চ্যাপলিন চার্লস ডি, গিবসন ও জেমস ভি বুলের মধ্যে পরিচিত সুবাদে একটা গির্জায় থাকবার ব্যবস্থা হয়।

বসন্ত রোগে আক্রান্ত হয়ে কিছুদিন অসুস্থ থাকার পর মধুসূদন ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের প্রথম দিকে মাদ্রাজ শহরে অবস্থিত মেল অরফ্যান ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। এ সময়ে তিনি বাস করতেন পপহ্যাম ব্রডওয়েতে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82575.49
ETH 1774.10
USDT 1.00
SBD 0.67