মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৩৮

in #life7 years ago

জীবনীকার ধর্মত্যাগের যে তিনটি কারণ উল্লেখ করেছেন তা সর্বাংশে সঠিক নয়। পিতামাতা কতৃক নির্ধারিত পাত্রীর সঙ্গে বিবাহ দেয়ার সিদ্ধান্তে মধুসূদন পিতামাতার অবাধ্য হয়েছেন এটা সত্য। কিন্তু শধুমাত্র এ কারণেই তিনি ধর্মত্যাগ করেননি।

ইংল্যান্ড গমনের অদম্য আশা ছিল মধুসূদনের। তিনি শুধু সেখানে যাবার জন্য নয়, ইংরেজি সাহিত্যে বড় কবি হবার দুর্দমনীয় বাসনায় উন্নত বিশ্বে সমাদৃত খ্রিস্টধর্ম গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হতে পারেন। তবে সে সময় সমুদ্রযাত্রায় জাতিনাশ হতো এ কথা কি সঠিক? বিলেতে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যাতায়াত ছিল সে সময়। প্রিস্ন দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর মধুসূদনের আগেই বিলেতে ঘুরে এসেছেন।

Sort:  

ভাইয়া আমি বাংলাদেশী,, আপনি বাংলা ভাষায় লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,, ভাইয়া আপনি কী বাংলা ভাষা খুব ভালো বাসেন,, তাই না,,

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 116103.07
ETH 4668.03
SBD 0.86