একুরিয়ামেরsteemCreated with Sketch.

in #life6 months ago

আমাদের বাসায় একটি একুরিয়াম আছে। সেই একুরিয়ামে চারটি মাছ আছে। একুরিয়ামের মাছ অনেক দুর্বল প্রজাতির হয়ে থাকে। একুরিয়ামের মাছ বেশি দিন বাঁচে না। আমি এ পর্যন্ত বেশ কয়েকবার মাছ কিনেছিলাম কিন্তু প্রত্যেকটি মাছই কিছুদিন পর মারা গিয়েছে। আমি অনেকগুলো মাছ কিনেছিলাম তার মধ্যে বর্তমানে চারটি মাছ বেঁচে আছে। একুরিয়ামে অল্প জায়গায় থাকতে থাকতে মাছের জীবনকাল সীমিত হয়ে যায়। এরা সাধু পানির মাছ৷ একুরিয়ামের পালা মাছ বিদেশী হয়ে থাকে। দেশীয় মাছের মত এরা শক্তিশালী হয় না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির বিদেশি একুরিয়ামে মাছ রাখা হয়। একুরিয়ামের দোকানগুলোতে বিভিন্ন ধরনের নাম না জানা মাছ দেখতে পাওয়া যায়। মানুষ সৌখিনতা বসত মাছ কিনে থাকেন। একুরিয়াম সাধারণত সৌখিন মানুষজন বাড়িতে রাখেন। একুরিয়ামে সাধারণত বিদেশী মাছ পালা হয়। দেশীয় মাছ একুরিয়ামে রেখে পালা হয় না। বিদেশি মাছ বেশি দিন বাঁচে না। এদের স্থায়ীত্ব কম হয়।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63687.39
ETH 3309.68
USDT 1.00
SBD 3.93