আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা জীবনের গল্প |||০১ নভেম্বর ২০২৩

in #life-storylast year

s6.jpg

গতকাল থেকে আমি শিক্ষক হিসেবে যোগদান করেছি। স্টুডেন্ট প্রায়ই দেড়শ এর কাছাকাছি। শিক্ষকতার প্রথম দিনে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা অর্জন করেছি, সে গল্পই আজ শেয়ার করবো।
অনেকেই চমকে উঠেছেন জানি, মূর্খ ব্যাটা আবার শিক্ষক হয় ক্যামনে। যাহোক মূল গল্পে আসি। যারা নতুন প্রবাসে আসেন তাদের সবচেয়ে যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো ভাষা না জানা। সেই ব্যপারটি মাথায় রেখে গতকাল সন্ধ্যায় একাধিক গ্রুপে ব্যাসিক মালয় ভাষা শেখার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো বলে একটা পোস্ট করলাম। মূল উদ্দেশ্য ছিলো আমিও অন্যদের কাছে শিখতে পারবো।
পোস্ট দেয়ার কয়ে ঘন্টার মধ্যে ১০০+ স্টুডেন্ট গ্রুপে জয়েন করেছে। বললাম আগামীকাল থেকে আমরা প্র‍্যাক্টিস করবো। ঘুমিয়ে পড়েছি। রাত ৩ টা বাজে। একজন কল করলো, ভাই 'এখন অনেক রাত' এটার মালয় ভাষা কি হবে? আমি হা হয়ে রইলাম।
কিছুক্ষণ পর আরেকটা কল আসলো, ভাই আপনাকে মেসেজ দিয়ে পাচ্ছিনা, তাই কল করলাম- আই লাভ ইউ এর মালয় কি হবে? আমি উঠে বসলাম।
ভোরের দিকে আরেকজন কল করেছে, ভাই দুঃখিত এতো রাতে কল করার জন্য - আমি ভাত খাবো এর মালয় কি হবে? আমি অসহায় চাহনি দিয়ে আবার ঘুমানোর ব্যর্থ চেষ্টা শুরু করলাম।
সকালে ডিউটিতে বসের সাথে আসছিলাম, একজন কল করলো- ভাই আমার শরীর অসুস্থ এর মালয় কি হবে? আমি আকাশের দিকে তাকালাম।
রেস্ট্রুরেন্টের সামনে বড় একটা আয়না, নিজেকে দেখলাম, সদ্য কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আসামীর মতো লাগছে। অসুস্থ হয়ে গেছি। রাতে ঘুম হয়নি।
তাদেরকে কথা দিয়েছি আজ রাত ১০ টায় তাদের সাথে কার্যক্রম শুরু করবো। আগামীকাল সকালে আয়নার সামনে দাঁড়ানোর অপেক্ষায় আছি।

s7.jpg

DevicePHONE
Photos captured by@shakilkhan
Camera DeviceI PHONE 14 PRO MAX 512GB
CategoryPhotography
LocationBangladesh
EditedOne by one

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68668.50
ETH 2459.32
USDT 1.00
SBD 2.36