ল্যাপটপ এর জন্য কেমন কিবোর্ড কিনবেন ?

in #laptop9 months ago (edited)

আমরা সবাই কিন্তু ল্যাপটপের জন্য আলাদা আলাদা কিবোর্ড ব্যবহার করি , আর তাই এই প্রস্তুতি আমরা জানব আপনার ল্যাপটপের জন্য আপনি কোন ধরনের এবং কেমন কিবোর্ড নিলে আপনি সব ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন |

কিবোর্ড সাইজ : কিবোর্ড সাইজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ল্যাপটপের সাইজের থেকে কিবোর্ড এর সাইজ অনেক বড় হয়ে যায় , তাহলে কিন্তু আপনি এই কিবোর্ড ব্যবহার করে মজা পাবেন না , আবার যদি ল্যাপটপের সাইজের থেকে কিবোর্ড এর সাইজ অনেক ছোট হয়ে যায় সেটাও কিন্তু ভালো হবে না , তাই সাইজটা অবশ্যই মাথায় রাখবেন আপনার ল্যাপটপের সাইজ যতটুকু আপনার কিবোর্ড এর সাইজ যদি ততটুকু হয় তাহলে সব থেকে ভালো

IMG_0332.jpg

কিবোর্ড ব্যাটারি : অবশ্যই চেষ্টা করবেন একটা রিচার্জেবল কিবোর্ড কেনার জন্য , তাহলে আমি এই কিবোর্ডটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনরকম চার্জ দেওয়ার অতিরিক্ত ঝামেলা থাকবে না . কারণ যদি আপনি ব্যাটারি অপারেটেড কোন কীবোর্ড কিনেন তাহলে দুই দিন পর পর আপনার ব্যাটারিটা পাল্টাতে হবে | যেটা একসময় আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে | চেষ্টা করবেন এমন একটা কীবোর্ড কেনার যেটাতে একবার চার্জ দিলে তিন মাস অথবা 6 মাস পর্যন্ত চলতে পারে

IMG_0333.jpg

মাল্টি ফাংশন কিবোর্ড : এখন মার্কেটে অনেক কিবোর্ড পাওয়া যায় যেখানে মাল্টি ফাংশন ব্যবহার করা হয় , এই মাল্টি ফাংশন ব্যবহার করার কারণে একটা কিবোর্ড একই সাথে অনেকগুলো ডিভাইসে ব্যবহার করা যায় , যেমন আপনি চাইলে আপনার কিবোর্ডটি মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন ল্যাপটপের সাথে ব্যবহার করতে পারবেন , তবে মাল্টি ফাংশন কিবোর্ড অনেকের কাছে খুব বেশি ভালো লাগে না কারণ এটাকে অনেকে ঝামেলা মনে করে , তাই আপনি আপনার মনের কথা শুনবেন যে আপনার কাছে মাল্টিফাংশন কিবোর্ড ভালো লাগে নাকি সিম্পল কিবোর্ড ভালো লাগে

নতুন কীবোর্ড কেনার জন্য অল্প কিছু ধারনা দেয়ার চেষ্টা করেছি আশা করি পোস্টটি আপনার ভালো লাগবে , ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58