কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কিডনি সঠিক ভাবে কাজ করছে না।

in #kindidisease6 years ago

feature-kidney.jpg
source

আমরা আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে এতটাই ব্যাস্ত যে কখনো কখনো আমাদের শরীরের ভালো করে যত্ন নিই না কিন্তু সাস্থই সম্পদ এই কথাটি ভুলে গেলে চলবে না। আমরা সবকাজে আমাদের ১০০ % তখনই দিতে পারবো যখন আমরা শরীরের দিক থেকে পুরোপুরি সুস্থ থাকবো আর সৈজন্যই কখনোই শরীরকে অবহেলা করা উচিত নয়।কোনো কোনো সময় আমরা স্বাভাবিক এর থেকে বেশি ক্লান্ত বোধ করি, ঘুমের সমস্যা হয় সেগুলো হয়তো বড়ো কিছু রোগের লক্ষণ কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখি না। কিছু কিছু বড় রোগও প্রথম স্টেজে ধরা পড়লে আমরা আমাদের মূল্যবান প্রাণ রক্ষা করতে পারি। কিডনির রোগ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এটা জানি কি এই রোগের কি কি লক্ষণ। চলুন জেনে নিই।

কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি।এটির কাজ ও গুরুত্ব আমরা সকলেই কম বেশি জানি। কিডনির রোগ টি শান্ত রোগ নামেও পরিচিত কারণ এই রোগের লক্ষণ অনেকসময় আগের থেকে বোঝা যায় না।চলুন জেনে নিই লক্ষণ গুলো কি কি।

akf-kidneysnotworking.png
source

১. আপনি আপনার মূত্রের কোনো রকম রং, গন্ধ ও অন্য কোনো পরিবর্তন দেখলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখুন ও তাড়াতাড়ি ডক্টরের সাথে পরামর্শ করুন।

২. যদি আপনার ঘন ঘন কোনো কিছুতে মনোযোগ দিতে অসুবিধা হয় ও স্পষ্ট ভাবে চিন্তা করতে সমস্যা হয়, তাহলে বুঝবেন আপনার মস্তিষ্ক সঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না, যা কিডনির সমস্যার লক্ষণ।

৩. যদি ক্রমাগত আপনি পেটের পিছনে ব্যাথা অনুভব করেন, এটি কিডনির সমস্যার লক্ষণ।

৪. কিডনি ভালো কাজ না করলে আপনার শরীর থেকে অতিরিক্ত তরল অপসারণ করতে পারবে না ফলে আপনার হাত, পা ও গোড়ালি ফুলে যাবে।

৫. আপনার কিডনি ঠিকঠাক কাজ না করলে রক্তে টক্সিনের পরিমান বেড়ে যাবে ফলে আপনি মুখে একটা গন্ধযুক্ত শ্বাস পেতে পারেন, যদি এটি ক্রমাগত পেতে থাকেন তাহলে এটি কিডনি সমস্যার লক্ষণ।

৬. বেশিরভাগ হাঁপানি ও হৃদরোগ জনিত সমস্যা কিডনির সাথে সম্পর্কযুক্ত, আপনি যদি কোনোভাবে শাসকষ্টের সমস্যায় ভোগেন তাহলে এটি কিডনি সমস্যার লক্ষণ।

৭. আপনার কিডনি যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে আপনার শরীর ঠিকমতো প্রোটিন ধরে রাখতে পারবে না, মূত্রের সাথে বেরিয়ে যাবে, ফলে আপনি চোখের চারপাশে একটা ফোলাভাব অনুভব করবেন।

৮. কিডনির সমস্যা হলে আপনি শরীরে ক্লান্তি অনুভব করবেন ও স্বাভাবিকের থেকে ঠান্ডা অনুভব করবেন।

উপরের সমস্যার কোনোটি হলে দ্রুত ডক্টরের সাথে পরামর্শ করুন ও নিজের ও পরিবারের সকলকে রক্ষা করুন। বন্ধুরা এটি থেকে যদি আপনার জীবনের কোনো উপকার হয় থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমায় জানাবেন ও উপভোটে করে আমায় উৎসাহিত করবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66683.89
ETH 3311.03
USDT 1.00
SBD 2.70