আমি আজকে সবার পরিচিত মুরগির কথা আপনাদের সাথে শেয়ার করব।

in #jagss3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।
সবার পরিচিত মুরগির কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে অনেক এর অনেকগুলো মুরগি রয়েছে আমাদেরও দুটি মুরগি রয়েছে।

20211229_101500.jpg

আমাদের মুরগি গুলো দেখতে অনেক সুন্দর লাগে লাল এর মধ্যে হালকা কালার। এ মুরগিগুলোকে আমার আম্মু প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে খাঁচা থেকে ছেড়ে দেয়।

20211229_101523.jpg

আমার আম্মু প্রত্যেকদিন সকালে খাঁচা থেকে ছেড়ে দেওয়া সময়ে মুরগিগুলোকে আদার দেয় খাদ্য দেয় এবং তারা পেট ভরে খেয়ে খাঁচা থেকে বের হয়ে যায় বাইরে।

20211229_101428.jpg

তারা খাঁচার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করে না তারা বাইরে বাইরে হাটতে হাটতে খুঁজে খুঁজে জিনিস খেতে তারা পছন্দ করে এজন্য মানুষ মুরগিগুলোকে বেশিক্ষণ আটকে রাখে না।

তাদের খাবারের সময় হলে তারা নিজেরাই ঘরের সামনে এসে ঘুরাঘুরি করে। এরপর মানুষ বুঝতে পারে যে তাদের খিদা লেগেছে। তারা সারাদিন এদিক-ওদিক ঘোরাফেরা করে।

আমাদের বাড়িতে অনেকেরই মুরগি রয়েছে আমার কাছে মুরগী পালন করতে খুবই ভালো লাগে আমার আম্মু হাঁস-মুরগি সবকিছুই পালন করে এবং তাদেরকে অনেক আদর যত্ন করে।

আমার আম্মু হাঁস-মুরগী পালন করতে অনেক পছন্দ করে। আবার অনেক মানুষ রয়েছে যারা হাঁস-মুরগির ঘৃণা করে। কিন্তু আমার আম্মু ঐরকম না। আমার আম্মু হাঁস-মুরগি অনেক পছন্দ করে।

আমাদের মুরগীগুলো আবার সন্ধ্যাবেলায় নিজেরা নিজেরাই খাঁচার মধ্যে চলে আসে। অনেকের মুরগি রয়েছে যাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে খাঁচার মধ্যে ঢুকাতে হয়।

কিন্তু আমাদের মুরগি গুলো একদমই আলাদা। তারা সন্ধ্যা হলে তাদের খাঁচায় চলে আসে। এবং সকাল হলেই আবার আমার আম্মু ঢাকনা খুলে দিলে তারা বের হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.045
BTC 101719.31
ETH 3671.90
SBD 2.82