আপনাদের সাথে শেয়ার করব শিউলি ফুলের কথা।

in #jagss3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আপনাদের সাথে শেয়ার করব শিউলি ফুলের কথা। ফুল বলতে গেলে আমার একটি অন্যতম চোখের মধ্যে ফুল হলো একটি বড় সখ।

20211229_113348.jpg

ফুল দেখলে আমার ফটোগ্রাফি করতে খুব ইচ্ছা করে। এজন্য আমি এজন্য আমি সব সময় যেখানে ফুল দেখি সেখান থেকে ফটোগ্রাফি করে নিয়ে আসি।

20211229_113405.jpg

আমি যে ফুলগুলো আপনার সাথে শেয়ার করবো সেই ফুলের নাম শিউলি ফুল। এই ফুলগুলোর কালার খুবই সুন্দর সাদার মধ্যে।

20211229_113428.jpg

ফুলগুলো দেখতে খুবই সুন্দর ফুলের পাপড়ি গুলো কি সুন্দর মেলা থাকে। এই ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

আমাদের ঘরের সামনে অনেক ধরনের ফুল রয়েছে। তার মধ্যে শিউলি ফুল গাছ রয়েছে। শিউলি ফুল গাছ এবং বিভিন্ন ফুলের গাছ রয়েছে আমাদের ঘরের সামনে।

আমাদের ঘরের সামনে ফুলগাছগুলুতে। আমি প্রত্যেকদিন ফানেদে সকালবেলা মাঝেমধ্যে আমার আম্মু পানি দেয় গাছের মধ্যে।

এই ফুলগুলো দেখতে অন্যরকম এজন্য আমি এ ধরনের ফুল অনেক পছন্দ করি। কেননা ফুলের ফটোগ্রাফি আমার খুব ভালো লাগে।

আমি ফুলের চারা গাছ কিনে নিয়ে আসি বাজার থেকে এরপর চারা গাছের মধ্যে পানি দিলে তাড়াতাড়ি চারা গাছ গুলো অনেক বড় হয়ে যায়।

আমি প্রথমে অনেক সময় বিজি নিয়ে আসি বাজার থেকে। আবার অনেক সময় ফুলের গাছ নিয়ে আসি। যদি বীজ নিয়ে আসে সেগুলো মাটিতে রোপন করে দিই।

এরপর সে বিচ থেকে চারা গাছ বের হয়। এবং আমি চারা গাছের মধ্যে পানি দিয়ে দিই। এরপর সে চারা গাছ গুলো অনেক বড় হয়ে যায়।

এবং ধীরে ধীরে বড় হতে হতে সেই গাছের মধ্যে ফুল ধরে। যেই গাছ সেই গাছে ফুল ধরে। আমার ঘরের সামনে অনেক ধরনের ফুল গাছ রয়েছে।

এইজন্য আমি ফুলের ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। আর আপনাদের সাথে কয়েকটি ফটোগ্রাফি ভাগ করে নিলাম।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.33
JST 0.035
BTC 117637.77
ETH 3773.98
SBD 0.89