These 6 bad habits should be removed from us.[ Mizanur Rahman Al-azhari ]

in #islam6 years ago (edited)

আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে কথা হবে আমাদের কিছু বদ অভ্যাস নিয়ে। তো চলুন শুরু করা যাক

আমাদের জীবনে ৬ টা বদ অভ্যাস আমাদের ছেড়ে দিতে হবে। এই বেপারে ডিটেইলস দেয়া আছে আপনি চাইলে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখতে পারেন।

আমাদের দেশে কমন সমস্যা হলো অন্যকে ছোট করে দেখা। কেউ দেখতে কালো হলে এই কালোর ঘরের কালো এই সেই বলে বকা দেই, কেউ একটু মোটা হলো বলি ওই মোটু পেট মোটা ইত্যাদি। এই গুলা আমাদের ছেড়ে দিতে হবে।

তার পর আমরা মানুষের নাম উল্টা পাল্টা বলে ডাকি এগুলা অনেক বড় বদ অভ্যাস। এগুলা অনেক বড় গুনাহ, আমাদের এগুলা ছেড়ে দিতে হবে।

Source

আমার এই ভিডিও টি যদি আপনার জীবনে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন সেই প্রত্যাশায় আজকে আমার আমার আর্টিকেল শেষ করছি।

Screenshot_34.png

ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.

Sort:  

এরকম ইসলামিক পোস্ট সবসময় দিবেন আশা করি।

ধন্যবাদ ভাই পাশে থাকার জন্যে.

Nice work dear

Posted using Partiko Android

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.43
JST 0.064
BTC 96005.58
ETH 3620.04
SBD 4.19