আজীবন যৌবন ধরে রাখার ইসলামিক ব্যাখ্যা

in #islam6 years ago

আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরো একটু নতুন টপিক নিয়ে লিখবো, কিভাবে আপনি আপনার যৌবন ধরে রাখতে পারবেন ইসলাম অনুসরণ করে |

maxresdefault.jpg

Source

৭ টা জয়তুন ফল এবং একটি ডুমুর ফল যদি প্রতিদিন কেউ খায় তাহলে তার যৌবন আজীবন থেকে যাবে । জাপানি ১১ জন বিজ্ঞানী ৩ বছর কোরান থেকে গবেষণা করে এটা আবিষ্কার করেছেন, এবং অবশেষে তার ১১ জন এ মুসলমান হয়ে গেছেন . আলহামদুলিল্লাহ।

আমরা আমাদের যৌবন ধরে রাখার জন্যে কতই না চেষ্টা করছি, কতই না টাকা নষ্ট করছি কিন্তু আমরা যে মুসলিম আমাদের যে কোরান আছে সেটা আমাদের অনেকের মাথায় ই নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরান এটা আমাদের মাথায় ই নাই। আমরা যেটা পারছি না সেটা বিধর্মীরা আবিষ্কার করছে আমাদের ই কোরান থেকে। এটা আমাদের জন্যে অনেক বড়ো একটা লজ্জা ছাড়া আর কিছু না। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা।

Source

আপনি যদি এই বেপারে আরো ডিটেলস জানতে চান তাহলে আপনি নিচে থেকে এই ভিডিও টি দেখে নিতে পারেন। নিচের এই ভিডিও তে ভালো ভাবে বলা আছে সব কিছু।

আমাদের সকলের উচিত আমার কোরান নিয়ে গবেষণা করা । কারণ ইহুদিরা আমাদের এই কোরান থেকে তত্থ নিয়ে গবেষণা করেই কিন্তু আমাদের ক্ষতি করছে। পারমাণুবিক বোমা কিন্তু কোরান থেকে গবেষণা করেই তারা আবিষ্কার করেছে। বিধর্মীরাই আমাদের কোরান টা বুঝলো কিন্তু আমরা বুঝলাম না । এটা সত্যি অনেক অনেক দুঃখ জনক।

তো চলুন আমরা সবাই ইসলামের পথে ফিরে আসি, বেশি বেশি কোরান পড়ি এবং অন্যকে শিখাই এবং কোরান নিয়ে গবেষণা করি. ধন্যবাদ সবাইকে পুরা আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে. আল্লাহ হাফেজ।

Screenshot_34.png

ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.042
BTC 97210.41
ETH 3735.17
USDT 1.00
SBD 3.59