আলহামদুলিল্লাহ বললে কি হয়.?
আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি কথা বলবো আল্লাহর শুকরিয়া নিয়ে | তো চলুন একটু আলোচনা করা যাক ....
আলহামদুলিল্লাহ কি আমরা সবাই বলি.? আমাদের যদি কেউ বলে ভাই অথবা বোন কেমন আছেন ? তখন আমরা কি বলি ? আমাদের ম্যাক্সিমাম মানুষ গুলাই বলে থাকি যে ভালো আছি / কোনো রকম আছি / মোটামোটি আছি / আল্লাহ রাখছে কোনো রকম ইত্যাদি । কেন আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না ? আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হয় না। একটা জরিপে দেখা গিয়েছে আমরা প্রতিদিন যেই অক্সিজেন গ্রহণ করি তার বাংলাদেশী মূল্য ৩০০০+ টাকা। বাকি আরো তো কত কিছুই আছে। তাহলে কেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না ?
আজকে আপনার জ্বর হয়েছে তাই বলে আপনি বলছেন যে আমি ভালো নাই, অথচ আপনি চিন্তা করে দেখেন কত মানুষ এর থেকে আরো কত বড় বড় অসুখ নিয়ে পরে আছে বিছানায় । তার তুলনায় তো আপনি ভালো আছেন তাই আপনার অবশ্যই এখানে আলহামদুলিল্লাহ বলা উচিত। আজকে আপনার একটু অভাব তাই আপনার মন খারাপ কিন্তু একটু রাস্তায় বের হয়ে দেখেন কত মানুষ রাস্তায় ভিক্ষা করছে । তাদের থেকে তো আপনি অনেক সুখে আছেন। তাহলে আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন না ? এভাবে আপনি অন্যকে দিয়ে নিজেকে তুলনা করুন, আশা করি মুখ দিয়ে এমনি আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা শুকরিয়া আদায়কারীদের খুব ভালোবাসেন। আল্লাহ তায়ালা আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেন যদি আমরা শুকরিয়া আদায় করি। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে তা আরো ধ্বংসের দিকে ঠেলে দেন। তাই চলুন আজকে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ।
ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আসুন ভালো কিছু করি এবং অন্যকেও উৎসাহিত করি. ধন্যবাদ সবাইকে।
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.
সুন্দর একটা আর্টিকেল লেখার জন্য ধন্যবাদ ভাই।
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই, সাথে থাকার জন্যে
https://steemit.com/islam/@mahmoudaellatif/a-muslim-british-man-gives-his-shoes-to-a-homeless-guy-without-been-known-what-s-islamic-about-this-behavior