বর্তমান পৃথিবীতে শান্তিপূর্ণ ইসলামিক দেশ কোনটি?
অমুসলিমদের কথা আর কি বলবো, বেশিরভাগ মুসলমানও এমন ধারণা পোষণ করে - মুসলিম দেশ মানে, মাথায় পাগড়ি আর হাতে বন্দুক। মিডিয়াতে দেখেতে দেখতে এমনভাবে মুখস্ত করে ফেলেছে যে, ওটার বাইরে চিন্তা করতে পারে না। মধ্যপ্রাচ্যের তেল দখল করার জন্য, আমেরিকা বারবার মুসলিমদেরকে সন্ত্রাসী নাম দিয়ে, প্রায় সকল দেশের তেল দখল করে ফেলেছে। সেই সাথে, সাধারন জনগনকে "মুসলমান সন্ত্রাসী" এই কথাটা মুখস্ত করিয়ে দিয়েছে।
- বোঝার বিষয় হলো - সারা বিশ্বে একটিও আদর্শ ইসলামিক রাস্ট্র নেই।
সাধারণভাবে যেসব দেশকে আপনি মুসলিম রাস্ট্র বলে চেনেন, সেগুলো সবই মুস্লিম জনসংখ্যা বেশী। মনে রাখবেন, মুসলমানরা সংখায় বেশী ; কিন্তু দেশ ইসলামিক নয়। ইসলামের জন্মভুমি সৌদি আরবে পারিবারিক রাজতন্ত্র চলে। সবচেয়ে বড় মুস্লিম জনসংখ্যার দেশ ইন্দোনেশীয়া একটি গনতান্ত্রিক দেশ। আফগানিস্তানে তালিবান, শুধুমাত্র ইসলামিক শাস্তি দেয়, ইসলামিক সুবিধা দেয় না। এভাবেই, কোথাও ইসলামিক রাস্ট্র নেই। ওই দেশগুলোতে মুসলমানরা সংখায় বেশী।
বিশ্বের যে ১০টি দেশে অপরাধের হার সবচেয়ে বেশীঃ
- ভেনিজুয়েলা
- পাপুয়া নিউ গিনি
- দক্ষিন আফ্রিকা
- আফগানস্থান
- সিরিয়া
- ব্রাজিল
- সোমালিয়া
- জ্যামাইকা
- এঙ্গোলা
- আর্জেন্টিনা
যে ১০টি দেশে অপরাধের হার সবচেয়ে কমঃ
- কাতার
- আরব আমিরাত
- তাইওয়ান
- ওমান
- জাপান
- সুইজারল্যান্ড
- বাহরাইন
- সৌদি আরব
- আইসল্যান্ড
- দক্ষিন কোরিয়া
লক্ষ্য করুন, সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়, সেই ১০টি দেশের মধ্যে ৩টি দেশে মুসলিম জনসংখা বেশী। আবার, যে ১০টি দেশে অপরাধ সবচেয়ে কম হয়, সেগুলোর মধ্যে ৫টি দেশে মুসলিম জনসংখা বেশী। এই বিষয়টি এক কথায় বললে - সবচেয়ে বেশী অপরাধ প্রবন দেশের মধ্যে ৩০% মুসলিম আর সবচেয়ে শান্তিপুর্ন দেশগুলোর ৫০% মুসলিম। হ্যাঁ, সেরা শান্তিপুর্ন দেশগুলোর অর্ধেকই মুসলিম।
আরেকটি লক্ষ্যনীয় বিষয় হলো - সবচেয়ে কম অপরাধ প্রবণ দেশ কাতার ও আরব আমিরাত। অর্থাৎ, বিশ্বের সেরা শান্তিপুর্ন দেশের প্রথম ও দ্বিতীয় দুটোই মুসলিম।
আমি জানি, এই তালিকা সম্পুর্ন সঠিক নয়। সমীক্ষা কখনো পুরোপুরি সঠিক হয় না। আপনি নিজেই যে কোন সমীক্ষা খুজে দেখুন, আপনি নিজেই এমন তালিকা বের করুন। নিজের তালিকাতেও দেখবেন - অশান্তির মুসলিম দেশ হিসাবে আফগানিস্তান, সিরিয়া ইত্যাদি খুজে পাবেন। কারন বোমা মেরে পুরো দেশ ধ্বংস করে ফেললে, শান্তি কিভাবে খুজে পাবেন?
পরিশেষে, প্রশ্নকারীর ভাষাতে বোঝা যায় তিনি শান্তিপুর্ন মুসলিম দেশ খুজে পাচ্ছেন না। তার মানে, মুসলিম দেশ যে শান্তিপুর্ন হতে পারে, সেটা তিনি জানেনই না। অথচ বিশ্বের সবচেয়ে শান্তিপুর্ন দেশগুলোর মধ্যে প্রায় অর্ধেকই মুসলিম জনবসতিপুর্ন দেশ।