সাবমেরিন কেবল মেরামতের কারণে ধীরে চলছে ইন্টারনেট

in #internet8 years ago

বঙ্গোপসাগরে দেশের প্রথম সাবমেরিন কেবলের মেরামত কাজ শুরু হওয়ায় ধীর গতিতে চলছে ইন্টারনেট পরিসেবা।

আজ দুপুর সাড়ে ১২টায় প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ বন্ধ করে দেওয়া হয়। মেরামতের জন্য আগামী দুদিন এই কেবলটি বিচ্ছিন্ন থাকবে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে আজ এই তথ্য জানান। এর ফলে দেশে তিন দিন ধীর গতিসহ ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তিনি আরও জানান, এ সময় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ কার্যকর থাকবে।

কক্সবাজারে ল্যান্ডিং স্টেশন থেকে ১১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে সি-মি-উই-৪ এর মেরামত কাজ চলছে। যুক্ত হওয়ার ১২ বছরের মধ্যে এবারই প্রথম সাবমেরিন কেবলটি মেরামত করা হচ্ছে।

Sort:  

valomoto meramot koruk

Ayjonno e ay obosta net ar

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 115648.49
ETH 4268.80
USDT 1.00
SBD 0.66