কোন তথ্যগুলো জেনে আপনি অবাক হয়েছিলেন?

in #information2 years ago (edited)

কোন তথ্যগুলো জেনে আপনি অবাক হয়েছিলেন?

  1. পৃথিবীর কেউই স্বপ্নের শুরু মনে রাখতে পারে না।

pexels-andrea-piacquadio-914910.jpg

  1. পৃথিবীতে সমগ্র মানুষের যা ওজন সব পিঁপড়েরও প্রায় একই ওজন।

  2. আপনি জানলে অবাক হবেন যে, মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ায়। আর এর কারনেই মশা উড়ার সময় ভিন্ন
    ভিন্ন আওয়াজ আসে।

pexels-iconcom-169357.jpg

  1. মহম্মদ নামটি এই পৃথিবীতে সবথেকে জনপ্রিয় নাম।

  2. মানুষের জন্য প্রস্তুত করা গর্ভনিরোধক ওষুধগুলি গোরিলার উপরেও কাজ করে।

  3. হাওয়াইয়ান বর্ণমালা মাত্র ১৩টি।

  4. একজন স্বাভাবিক মানুষ দিনে গড়ে প্রায় ১০ বার হাসে।

  5. বিড়াল তার জীবনের ৬৬% সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

pexels-pixabay-279360.jpg

  1. সুইজারল্যান্ডের মানুষেরা বিশ্বের সবথেকে বেশি চকোলেট খায়। এখানে প্রতি ব্যাক্তি গড়ে বছরে প্রায় ১০ কেজি চকোলেট খেয়ে থাকে।

pexels-anete-lusina-4791265.jpg

  1. জানেন কি জিরাফের জিহ্বা কত লম্বা? জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এবং এর সাহায্যেই সে তার কান পরিষ্কার করে।

  2. পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় ৬০০০ বার বজ্রপাত হয়।

  3. আপনি যেদিন জন্ম হয়েছেন, সেই দিনটিতেই প্রায় মিলিয়ন লোকের জন্মদিন।

pexels-silvia-trigo-1857157.jpg

  1. আপনি জানলে অবাক হবেন যে প্রতিটি মানুষ তাদের জীবনের সর্বমোট প্রায় ২৫ বছর সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

  2. পৃথিবীর সর্বপ্রথম সেলফি ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের এক ব্যক্তি নিয়েছিল। এবং এই সেলফি নিতে তার সময় লেগেছিল প্রায় তিন মিনিট।

  3. আপনি কি জানেন যে মশার ৪৭ টি দাঁত রয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40