[ফোটোগ্রাফি পোস্ট] প্রোফেসর শঙ্কু পার্কে একদিন : পর্ব - ০৪

in #indian3 months ago

দেখতে দেখতে আমার "শঙ্কু পার্ক" ভ্রমণের চতুর্থ পর্ব চলে এলো । আজকের চতুর্থ পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পার্কের চতুর্থ অংশের ফোটোগ্রাফি । আগেই বলেছি সমগ্র পার্কটি মোট ছ'টি অংশে বিভক্ত । এর আগের পর্ব গুলোতে আমি প্রথম তিনটি অংশের ফোটোগ্রাফি শেয়ার করেছি ।

পার্কের এই চতুর্থ অংশটি সজ্জিত করা হয়েছে প্রধানতঃ শঙ্কু সিরিজের দু'টি বিখ্যাত কাহিনী অবলম্বনে । একটি হলো "শঙ্কু ও ঈজিপ্সিয় আতঙ্ক" এবং অপরটি হলো "শঙ্কুর কঙ্গো অভিযান" ।

এই অংশের একদম মধ্যিখানে রয়েছে একটি মিশরীয় পিরামিডের আদলে তৈরী ছোট্ট ঘর । তার মধ্যে শোয়ানো কারুকার্য খচিত মমির কফিন বাক্স । এই ভাস্কর্যটি তৈরী করা হয়েছে শঙ্কু কাহিনী "শঙ্কু ও ঈজিপ্সিয় আতঙ্ক" অবলম্বনে । এখানে তনুজা দাঁড়িয়ে কয়েকটি পোজ দিলো ফোটো ওঠার জন্য । এখানে প্রচুর মিশরীয় অঞ্চলের গাছপালা রয়েছে । প্রধানতঃ মিশরীয় খেঁজুর, পাম ও ক্যাকটাস গাছের চারা রয়েছে দেখলাম অনেকগুলো ।

আর এর ঠিক পুবদিকে রয়েছে প্রকান্ড একটি লৌহ নির্মিত খাঁচা । তার মধ্যে একটি মানুষের মডেল খাঁচা বেয়ে উপরে উঠছে । এখানে দাঁড়িয়েও কিছু ছবি তোলা হলো । এরপরে কিছুটা এগিয়ে পশ্চিমদিকে দেখলাম বেঁটে বেঁটে বেশ কিছু অদ্ভুত ধরণের গাছ । অনেকটা সুপারি গাছের মতো দেখতে বেশ কিছু গাছ আছে । আর আছে কাঁটাওয়ালা একধরণের গাছ । এগুলো আফ্রিকায় পাওয়া যায় ।

আসলে এই অংশে শঙ্কুর অতি বিখ্যাত কাহিনী "শঙ্কুর কঙ্গো অভিযান" অবলম্বনে "মোকলো মবম্বে" বা ডাইনসোরের একটা স্ট্যাচু রয়েছে । বেশ করেছে স্ট্যাচুটা । একদম যেন গল্পের পাতা থেকে উঠে এসেছে । আফ্রিকার কঙ্গোর গহীন অরণ্যের প্রায় বেশিরভাগ অঞ্চলেই মানুষের পায়ের ছাপ পড়েনি । তাই ধারণা করা হয় যে অরণ্যের এই অংশে হয়তো বা আদিম প্রাগৈতিহাসিক প্রাণীর বাস রয়েছে । যেমন ডাইনোসর । তবে, শঙ্কু গল্পের ডাইনোসরটি আদতে রোবট ছিল ।

যাই হোক এবার চলুন দেখে ফেলা যাক আজকের ফোটোগ্রাফি ।

ইজিপ্সিয় পিরামিডের অভ্যন্তরের মমি রাখার শবাধার ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

ইজিপ্সিয় মমির মুখোশ ও সার্কফোগ্যাস (sarcophagus) ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ইজিপ্সিয় পিরামিড ও মমির সাথে তনুজার সেলফি ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিশালকাল লোহার খাঁচা ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মোকলে মোবোম্বে বা প্রাগৈতিহাসিক টি-রেক্স ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট

Sort:  
Loading...
Loading...

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 70586.26
ETH 3763.77
USDT 1.00
SBD 3.79