মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা হলেন লেভানদোস্কি

in #india2 years ago

মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা হলেন লেভানদোস্কি, আবারো ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত

হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোস্কি। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা

বিশ্বকাপে ভার্চুয়াল দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গতবার পুরস্কারটি গিয়েছিল হাতে।

আরও খবর পেতে ভিজিট করুউঃ looktipses.xyz

মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা হলেন লেভানদোস্কি
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে পেছনে ফেলেছেন লেভানডভস্কি। এই পুরস্কারটি 6 অক্টোবর, 2020 থেকে 8 আগস্ট, 2021 পর্যন্ত ফিফা দেশগুলির কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক এবং ভক্তদের তাদের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়।

‘দ্য বেস্ট’-এ লেভানডভস্কির সঙ্গে লড়াই হয়েছিল মেসির। রাউন্ড মেশিন লেভানডভস্কি 6 অক্টোবর, 2020 থেকে 6 আগস্ট, 2021 পর্যন্ত ছন্দে ছিলেন। 44 ম্যাচে 51 গোল, 8টি অ্যাসিস্ট। তিনি 18 বার সেরা ম্যাচের পুরস্কার জিতেছেন।

1981-82 মৌসুমে জারেড মুলারের 40 গোলের রেকর্ডটি 29 বুন্দেসলিগা ম্যাচে 41 গোল করে ভেঙে গেছে। আটটি বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি আট গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন।

এবার আর্জেন্টিনার সাথে কোপা আমেরিকা এবং বার্সেলোনার
সাথে কোপা দেল রে জিতেছেন মেসি। 56টি ম্যাচে 43টি গোল, 18টি অ্যাসিস্ট, 17টি সফল ড্রিবল, 33টি সেরা ম্যাচ, 34টি গোল করার দুর্দান্ত সুযোগ এবং 150টি মূল পাস।

সময় মতো কোনো শিরোপা জিততে পারেননি মোহাম্মদ সালাহ। তবে লিভারপুলকে তিন নম্বরে করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, তৈমূরের সংসদীয় আসন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)। ওই আসনে নির্বাচন করেন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির। মেয়র নির্বাচনে প্রার্থী হওয়া এবং পরাজয়ের কারণে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে

জোরালো দাবিও তুলতে পারবেন না তৈমূর
তৈমূরের পরাজয়ের পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু। তিনি বলেন, ‘প্রথমত প্রার্থী হিসেবে তৈমূরের চেয়ে আইভী অনেক শক্তিশালী ছিলেন। দ্বিতীয়ত, প্রথম থেকে তৈমূরের অবস্থান পরিষ্কার বোঝা যায়নি। একবার তিনি বললেন নাগরিক পরিষদের প্রার্থী,

মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা হলেন লেভানদোস্কি
কখনো বলতেন বিএনপির প্রার্থী। বিএনপি যখন মনোনয়ন দিল না, তখন বললেন জনগণের প্রার্থী। এ ছাড়া কেউ কেউ তাঁকে একজন বিশেষ ব্যক্তির প্রার্থীও মনে করতেন। তৃতীয়ত, নির্বাচনে জয়ী হলে তিনি কী করবেন, সে বিষয়ে তাঁর কোনো ইশতেহার ছিল না। কেন তাঁকে ভোট দেবে, জনগণকে তা বোঝাতে ব্যর্থ হয়েছেন তিনি।
https://looktipses.xyz/
vbbbbbbbb.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60870.17
ETH 3385.85
USDT 1.00
SBD 2.57