The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India6 months ago

The Performance i Conclude During 7 Days as Moderator_20250312_001155_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। শীত শেষ হয়েও যেন হচ্ছে না। দিনের বেলায় গরম আর রাতে শীত এটার কারনে সকলেই বেশ সমস্যায় ভুগছেন বলে আমার মনে হয়। আমি নিজেও তার ভুক্তভোগী। আজ আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন। তবে কিছু ব্যস্ততার কারনে রিপোর্ট পাবলিশ করতে কিছুটা দেরি হয়ে গেলো। চলুন তাহলে পোস্টের মূল বিষয় সম্পর্কে উপস্থাপন করা যাক -

কমিউনিটিতে চলমান কনটেস্ট

চলতি সপ্তাহে কমিউনিটিতে সকলের জন্য আরও একটা কনটেস্টের আয়োজন করা হয়েছে। এবারের কনটেস্টের বিষয়বস্তু আমাদের জীবনযাপন সম্পর্কে। সুষ্ঠু জীবন যাপন করার জন্য আমাদের কি কি প্রয়োজন এবং পরিবারের সকল সদস্যের গুরুত্বই সমান কিনা এই বিষয়ে নিজের মতামত তুলে ধরতে হবে। তবে অনেক সময় আমরা হয়ত সুষ্ঠু জীবন যাপন করতে পারি না। আশা করি সকলে কনটেস্টে অংশগ্রহণ করে নিজের মতামত তুলে ধরবেন।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন
DatePost Count
04-03-20259
05-03-20258
06-03-20257
07-03-20257
08-03-20258
09-03-20255
10-03-20256

প্রতিটা সপ্তাহে আমার ভেরিফিকেশন করার সময় পরিবর্তন হয়। আর সেই সাথে আমার ভেরিফিকেশনের সংখ্যারও পরিবর্তন ঘটে। বেশিরভাগ ভাগ সদস্যরা সন্ধ্যার পর পোস্ট শেয়ার করেন। বিগত সপ্তাহে আমি উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফিকেশন করেছিলাম।

সদস্য হিসাবে আমার কার্যক্রম
TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
GLhDmHx9sqyzQFnr4Sph7ao5rmeSStAmTty32LPYX9g6sREohGCdBbGgDoy6wA21piVxBS9trxPXeg1xtftRTkeMGybqTbP8uaMH9p3FYr...tVP66Grf12PTRVYLMkobswg7uNoi6VqQX9afNMa1hysoztcvHf1sRr3vYyY7R3uV6x8ERKbLDpJn2gioGRXUd4LWLYYE9vjxDTX9pX9tohEmFjg1nga3FxUva.jpeg
বাড়ির পথে রওনা!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y87HQXUbZyHNsTbZfm12AcstWoMHic5Qh7ptQLnc3zru5JY7EyATR1W4MHH5wkrX1fjXgFfhuKarNwVFnCPx8CptJF5oC.jpeg
বর্তমান ক্রিপ্টো মার্কেট!
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81CL97gpxRUyC7GeNxQdb8MP2S9meymaxH88H2avqLavisWbdR5fzDsFUdQhYKPSWo15XWN5HSdZ59vHZ6cfmzYFycSpWa.jpeg
আবারও জয়ের উল্লাস!
3ejZQFLqXedKXKhURftPy84eomd8RrXz7cdRVqibg7x2dzp4y6WkoHfnR8sGp77SC4tnUkvnhqmXRHghYTASw83cahQRUjiQVhVjt3UFgXWnGJ9CDWQv7dogd65oFZ9wZVpbM6sSjo4XcgjAqKThZbB4iaVPuy2Dbv4pgwXrt4gfjHNT1AWVeZbWLwRbL.jpeg
কাগজের নকশা - ২
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAsoHkWj7G5X2UR89DebsAMuqe6J5DWkYKjkcGTgP7yqLenrizweLBXSKD1tPqWTzaK2GKqHpTK8ypcrXmmuxGBsNF9CA.jpeg

মডারেটর হিসাবে আমার দায়িত্ব পালন করলেও সদস্য হিসাবে আমার দায়িত্ব পালনে আমি নিজেও খুশি না। প্রতি সপ্তাহে কোনো না কোনো কারনে পোস্ট গ্যাপ থাকছেই। সব কিছু নিয়ে এতটাই বিরক্ত যে কোনো কিছুতে ধারাবাহিক হতে পারছি না।

উপসংহার :- পোস্ট ভেরিফিকেশন করার সময় কিছু সাধারণ বিষয় আমাদের চোখে পড়ে সেটা হলো বানান ভুল। আমি বলছি না যে, কারোর একদমই বানান ভুল যায় না। সবার লেখায় টুকটাক বানান ভুল থাকে তবে কিছু কিছু বানান ভুল সম্পূর্ণ লেখার অর্থই বদলে দেয়। তাই লেখা পাবলিশ করার পূর্বে অবশ্যই কয়েকবার পড়ে নেওয়া আবশ্যক। সকলে ভালো থাকবেন।

Sort:  
 6 months ago 

একজন মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন কিন্তু একজন ইউজার হিসেবে আপনি সঠিকভাবে নিজের পোস্ট কমিউনিটির মধ্যে সাবমিট করতে পারছেন না একটা কথা বলি আমাদের জীবনের সমস্যা থাকবেই সব সমস্যা উপেক্ষা করে আপনি যদি আপনার কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলেই দেখতে পাবেন সেখানে সফলতা আছে।

এটা একেবারেই ঠিক প্রতিটা সদস্যের কিছু না কিছু বানান অবশ্যই ভুল রয়েছে তবে লেখা সাবমিট করার আগে এ বিষয়গুলো অবশ্যই দেখা অনেক বেশি প্রয়োজন অসংখ্য ধন্যবাদ আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 6 months ago 

সমস্যা সবার জীবনে থাকে তবে সেটার প্রভাব যদি কার্যক্ষেত্রে না পড়ে তাহলেই সফল হওয়া যায়। তবে কেন জানি আমি অল্পতেই খুব ভেঙে পড়ি, এটা আমার দুর্বলতা। বানান ভুল সবার লেখায় কম বেশি থাকে তাই লেখা পাবলিশ করার আগে অন্তত একবার রিভিশন দেওয়া প্রয়োজন। ভালো থাকবেন।

 6 months ago 

আবহাওয়ার জন্য আমরা অনেক সময় অনেক সমস্যার মধ্য দিয়ে যায় এটা অস্বীকার করার কোন জায়গা নাই,, যাই হোক আপনি আপনার সাপ্তাহিক রিপোর্টটি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো,, আসলে ভাই ব্যক্তিগত জীবন সবারই থাকে এবং সমস্যা সবারই জীবনে আসে,, মডেরেটর হিসেবে আপনার কার্যক্রম গুলো আপনি সঠিক ভাবে পালন করেছেন,, এবং ধৈর্য ধারণ করুন দেখবেন ইউজার হিসেবে আপনিও ভালো ভাবে কাজ করতে পারবেন এটাই আশা রাখি।

 6 months ago 

বর্তমানে আবহাওয়ার কারনে সবারই কম বেশি শরীর অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থতা যেন কিছুতেই কাটছে না। প্রতি সপ্তাহে মডারেটর রিপোর্ট উপস্থাপন করতে হয় তাই আজও সেটাই করেছি। তবে সদস্য হিসাবে কার্যক্রম খুবই বাজে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111194.05
ETH 4324.70
SBD 0.84