নতুন ফোন কেনার অনুভূতি

in Incredible India2 months ago
1000001499.jpg

প্রতিটি মানুষের নতুন যে কোন কিছু কিনতেই অনেক বেশি আনন্দ লাগে। সেটা যে কোন জিনিসই হোক না কেন। গতকালকে একটি নতুন ফোন কিনেছি যেমন আনন্দ লাগতেছে আবার কষ্ট। কষ্টই এই জন্য লাগতেছিল আমার পুরাতন ফোনটি বিক্রি করে দিয়েছি আসলে সেই ফোনের প্রতি আমার অনেক মায়া ছিল,, তাই বিক্রি করতে কষ্ট লাগতেছিল আবার আনন্দ লাগতেছিল নতুন ফোন পাবো সেই জন্য।।

1000001414.jpg

পুরাতন ফোনটি বিক্রি করার মূল কারণ হলো হঠাৎ দুইদিন আগে ফোনটার সমস্যা দেখা দেয় তাই পরে মেকারের কাছে নিয়ে যায়।। দুই হাজার টাকা দিয়ে ফোনটি ঠিক করলেও সকল সমস্যার সমাধান হয় না।। আর যেহেতু সবসময় ফোন ব্যবহার করা হয় আর সমস্যা থাকলে সেই ফোন ব্যবহার করতে একদম ইচ্ছে করে না। তাই ভাবলাম নতুন একটি ফোন কিনব যদিও টাকা হাতে ছিল না সেই ভাবে।।। তাই ভাবতে লাগলাম কিভাবে কেনা যায়।।

1000001413.jpg

পরে আমার ফোনটি মাত্র সাত হাজার টাকায় বিক্রি করে দেই।। আর আমার কাছে কিছু টাকা ছিল আর এক বড় ভাইয়ের কাছে কিছু টাকা নিয়ে Motorola 50 fusion ফোনটি কিনি। যদিও আমি অন্য একটা ফোন নিতে চাইছিলাম আমার এক ছোট ভাই বলতেছিল ভাই এই ফোনটা নেও ক্যামেরা থেকে শুরু করে সবকিছুই মোটামুটি ভালো আছে। শুধুমাত্র তার কথা শুনেই ফোনটা নেওয়া।

1000001514.jpg

ফোনটির মূল্য নিয়েছে ৩০ হাজার টাকা এই সময় এই টাকাটা ম্যানেজ করাও একটু কষ্ট ছিল। যেহেতু দুইদিন পরপর ফোন চেঞ্জ করা সম্ভব না তাই কষ্ট হলেও একটু ভালোর মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দীর্ঘদিন ব্যবহার করতে পারি, যদি হাত থেকে পড়ে যায় তাহলে ফোনটার ডিসপ্লে ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।। এটাই আমার কাছে সবচাইতে বড় সমস্যা মনে হয়েছে আর এ ছাড়া ফোনটি আসলেই সব দিক থেকে অনেক ভালো।। যদি হাত থেকে পড়ে যায় তাহলে বুজে নিবেন ফোনের কোন একটা ক্ষতি হয়েছে।। আর এই ডিসপ্লে দামও অনেক বেশি। তাই অনেক সাবধানতার সাথে ফোনটি ব্যবহার করতে হবে।।

সব মিলিয়ে কষ্ট আনন্দ দুটোই লাগতেছে কষ্টের চাইতে আনন্দ একটু বেশি লাগতেছে। কারণ আগেরটা চাইতে এটা ক্যামেরা অনেক ভালো।। আর হ্যাঁ কখনো কল্পনাই ছিল না হঠাৎ করে এরকম একটা বিপদ আসবে আর যার জন্য নতুন একটি ফোন কিনতে হবে।। কারণ ফোনটা চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতেই পারিনি।। আর ফোনটি নষ্ট হওয়ার ফেলে এই সময়ে এতগুলো টাকা দিয়ে একটা ফোন কিনতে হলো।। আসলে ইলেকট্রনিক জিনিসের কোন ভরসা নেই যে কোন মুহূর্তে যে কোন জিনিস নষ্ট হতে পারে এটা স্বাভাবিক।।

Sort:  
 2 months ago 

শুধু ফোন না ,যেকোনো পুরোনো জিনিসের প্রতি আমাদের একটা মায়া ধরে যায়। সেটাকে হুট্ করে ফেলে দিতে মন চায় না। নতুন ফোন কিনলে খুশিও লাগে পাশাপাশি এতো দিনের ব্যবহৃত ফোনের জন্য মায়াও লাগে। এটা আমার ক্ষেত্রেও হয়।
আশা করি ,এই ফোনের সাথে আপনার সামনের সময়টা ভালোই যাবে। ভালো থাকবেন।

Loading...
 2 months ago 

মাশাল্লাহ অবশেষে তাহলে আরও একটা স্বপ্ন পূর্ণ হল । অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল যেন এই ফোনের ক্যামেরা দিয়ে নতুন নতুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করতে পারেন।

পুরনো জিনিসের প্রতি মায়া একটু বেশি থাকে কেননা এটা অনেকদিন ধরে ব্যবহার করছেন যেহেতু এটা নষ্ট হয়ে গেছে তাই ব্যবহার না করে নতুন আরেকটি ফোন নিয়েছেন ত্রিশ হাজার টাকা দিয়ে।

তো ভাই একটা রিকোয়েস্ট ভাবি যদি পুরনো হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করিয়েন না ।😁😁😁যাইহোক অনেকদিন পর আপনার লেখাটা পড়ে ভালো লাগলো একটু মজা করতে পারলাম।

 2 months ago 

ফোন কেনার পেছনে আপনার অনেক বড় অবদান আছে ভাই 🩵🩵🩵 কিছু কিছু জিনিস আছে পুরাতন হলেও সেগুলো চেঞ্জ করার কোন উপায় নেই।। যন্ত্রণা লাগলো সেগুলো রেখে দিতে হয়।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110348.94
ETH 4366.59
USDT 1.00
SBD 0.83