শুধু ফোন না ,যেকোনো পুরোনো জিনিসের প্রতি আমাদের একটা মায়া ধরে যায়। সেটাকে হুট্ করে ফেলে দিতে মন চায় না। নতুন ফোন কিনলে খুশিও লাগে পাশাপাশি এতো দিনের ব্যবহৃত ফোনের জন্য মায়াও লাগে। এটা আমার ক্ষেত্রেও হয়।
আশা করি ,এই ফোনের সাথে আপনার সামনের সময়টা ভালোই যাবে। ভালো থাকবেন।