You are viewing a single comment's thread from:
RE: "এই পৃথিবীর মানুষগুলো....... বড়ই স্বার্থপর!"
মাঝে মাঝে মনে হয় বেশি সরল হওয়া ভালো না কারন আমার এই সরলতার সুযোগ নিয়ে অনেকে আরও বেশি করে আমার উপরে দোষ চাপাতে পারে। আর আমি এই জিনিসটা অনেক দেখেছি, যে যত দায়িত্ব পালন করে তার দোষের পাল্লাটা তত বেশি ভারী হয়।
অনেকে আছেন কোন কথা না বলে মুখ বুঝে কাজ করে যায় কিন্তু তাতেও সে সংসারে কোন মূল্য পায় না এর বিপরীতে অনেকে মিষ্টি কথা বলে বা বিভিন্ন অভিনয় করেও সকলের মন জয় করতে পারে। আমিও আপনার সাথে একমত ,পৃথিবীর সব থেকে যদি স্বার্থপর প্রাণী নির্বাচন করা হয় তাহলে মানুষ নামক প্রাণীটি সবার প্রথমে থাকবে ।
মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝেনা। বন্ধু তত সময় থাকে যত সময় আপনি দিতে পারবেন , যখনই আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন সেই প্রিয় বন্ধুই আপনাকে ছেড়ে যেতে একবারও ভাববে না ।অনেক মূল্যবান একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।