যা করতে ভয় পাই সেটাই আগে করব।

in Incredible India2 months ago

যার ভিতর জীবন আছে তার ভিতরে ভয় আছে তবে ভয়কে জয় করাই আমাদের লক্ষ্য অনেক সময় ভয় মানুষকে ভীত করে কাপুরুষ করে রাখে আবার অনেক সময় মানুষ এই ভয়কে জয় করে জীবনে অনেক কিছু অর্জন করে।

1000357789.jpgPexels:

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো এবং সুস্থ আছি।

আজ আমি আলোচনা করব যা করতে ভয় পাই সেটাই আগে করব এই বিষয় নিয়ে।

মনের ভেতর অন্যরকম ভয় তৈরি হয় যে কোন কাজ করার আগে সেই কাজটা আগে আপনি আগে করুন তাহলে দেখবেন ভয়ে চলে যাবে এবং আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন আর ভয় যদি আপনার মনের ভিতরে বসত করে বসে তাহলে আপনি কোন কিছু করতে পারবেন না এদিক থেকে আপনাকে আগে সচেতন হতে হবে।

এক একটা মানুষের একেক রকমের ভয় থাকে অনেকে উঁচু জায়গায় উঠতে ভয় পায় অনেকে অন্ধকারে ভয় পায় অনেকে জিনের ভয় পায় বিভিন্ন ধরনের ভয় নিয়েই আমরা সর্বদা বেঁচে থাকি তবে এই ভয় গুলোকে আগে আমাদের মন থেকে দূর করতে হবে।

1000357790.jpg
Pexels:

ভয় আমাদের জীবনের একটা সাধারন অনুভূতি এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই থাকে কোন কিছু করার আগে মনের ভিতরে ভয় তৈরি আসে অচেনা কোন জায়গায় বা অপরিচিত মানুষের সাথে যাওয়ার ক্ষেত্রে মানুষের ভেতরে ভয় তৈরি হয় আপনি কোন সিদ্ধান্ত নিতে কেউ ভয় পেতে পারেন এই সব কিছুকে যদি অতিক্রম করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এজন্য আগে আপনি এগুলো নিয়ে চিন্তা করুন ভয় নিয়ে পড়ে যখনি আপনি ভয় নিয়ে চিন্তা করবেন তখনই আপনি পিছনে পড়ে যাবেন কখনো কোন কিছু করতে পারবেন না।

ব্যর্থতার ভয় মানুষের হাসা হাসির ভয় পরিবেশের মানুষের কথা বলার ভয় আপনি যদি এগুলো নিয়ে পড়ে থাকেন তাহলে কিভাবে আপনি সামনের দিকে অগ্রসর হবেন তাহলে তো আপনি নিজেকে নিজের কাছে ছোট মনে করে থাকতে হবে এসব চিন্তা ভাবনা আমাদেরকে বারবার পিছনের দিকে নিয়ে চলে যায় কখনো সামনের দিকে অগ্রসর হতে দেয় না এজন্য সবকিছু পরিত্যাগ করে সামনের দিকে অগ্রসর হতে হবে।

1000357791.jpg
Pexels:
কোন কাজের শুরুটাই সবথেকে কঠিন থাকে সেই কাজটাই যদি আপনি করতে পারেন তাহলে ভয় আপনাকে কখনো কিছু করতে পারবে না আপনার আত্মবিশ্বাস মনোবল ও পরিশ্রম যদি অটুট থাকে তাহলে ভাইকে আপনি প্রজয় করতে পারবেন কাজ করার আগে আমরা ভয় করি এজন্যই আমাদের উপর ভয় ভর করে বসে থাকে সব কিছু তথ্য মনে করে আপনি তো যে কোন একটা কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে পারেন যখনই আপনি কাজটা শুরু করতে পারবেন তখনই আপনি ভয় কে পরাজয় হিসেবে বরণ করে নিয়েছেন আপনাদের সব কিছু করা সম্ভব।

আমরা যদি উদাহরণস্বরূপ কোন শিল্পের কথা উন্মোচন করি তাহলে ওই শিল্পী কিন্তু একদিনে স্টেজে ওঠে গান গাওয়ার মত পরিবেশ মনের ভিতর আনতে পারি নাই হয়তো বা সে প্রথমে বাড়িতে তার বন্ধু বান্ধবের সামনে গান গেয়েছে তারপর তার স্কুলের অনুষ্ঠানে গান গেয়েছে সেখান থেকে এসে ভালো কোন পর্যায়ে গিয়ে গান করছে তারপরে গিয়ে সে আজ হাজারো লাখো মানুষের সামনে স্টেজে উঠে গান পরিবেশন করছে এখন কিন্তু তার মনের ভিতর সেই ভয় কাজ করে না সে ভয়কে জয় করে নিয়েছে।

1000357792.jpg
Pexels:

আমরা যেখানে বেশি ভয় পাই সেখানে বড় সম্ভাবনা লুকিয়ে থাকে এজন্য ভয়ের দিকে না তাকিয়ে ভালো কিছুর সম্ভাবনার খোঁজে আমরা বেরিয়ে যাব কারণ সব সময় একটি ভয় দেয়াল বেদে থাকে আর সেই ভয়ের দেয়ালটি পেরিয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হয় তাহলে আমাদের জীবনে উন্নতি সাধিত হবে। প্রথমে আমাদেরকে ভাবতে হবে কোন কাজটা আমাদেরকে বা আমাকে ভয় দেখায় সেটাকে আগে চিহ্নিত করুন আপনি যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে ভয় থেকে যাবে।

বড় কিছু করার জন্য আপনি ভয় পাচ্ছেন আপনি ছোট কিছু দিয়ে শুরু করুন তাহলে আপনার ভয় ভেঙে যাবে সব সময় নিজের বোনের ভিতরে একটাই কথা বলতে রাখুন ভয় পাবো না ভয়কে জয় করেই যাব দেখবেন আপনি অবশ্যই স্বাবলম্বী দেখতে পাবেন প্রথমে যখন কাজ শুরু করবেন তখন অনেক ভুল হবে ভুলকে ব্যর্থতা হিসেবে নেবেন না ভুলকে আপনি শিক্ষা হিসেবে গ্রহণ করবেন তাহলে দেখবেন সেটা আপনার সামনের দিকে অনেক কাজে আসবে।

সর্বশেষ একটা কথাই বলতে চাই আপনি ভয়কে আপনার অভ্যাস হিসাবে তৈরি করে নেন দেখবেন তখন আর আপনি ভয় দেখে পিছিয়ে যাবেন না ভয় আপনাকে দেখে পিছনে চলে যাবে তখন প্রতিনিয়তই আপনি তার সম্মুখীন হবেন কখনো মনের ভেতরে আনার চেষ্টা করবেন না যে আমার ভিতরে ভয় বলতে কিছু আছে। ভয় সর্বদা মানুষকে থামিয়ে রাখে আপনি তার বিপরীত করুন দেখবেন আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন

1000351974.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 months ago 

আমরা মানুষেরা একটু ভীতু টাইপের ভয় পেতে অনেক বেশি পছন্দ করি আর খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাই আমাদের একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে হাজার বার চিন্তা করতে হয় আপনি ঠিকই বলেছেন যেই কাজ করার ক্ষেত্রে আমরা অনেক বেশি ভয় পাই সেটা আমাদের সবার আগে করা উচিত এতে করে দেখা যাবে আমার সেই কাজের প্রতি ভয় না পেয়ে সবার কাছ থেকে যখন উৎসাহ পাব তখন সেই কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবো অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.27
JST 0.034
BTC 103713.10
ETH 2430.17
USDT 1.00
SBD 0.76