পরিচয়

in #identity7 years ago

আমাদের পরিচয় কী??
১ম পরিচয় আমরা 'মানুষ'।
পদবী,বংশ, ধর্ম ইত্যাদি সবই এই 'মানুষ' পরিচয়ের পরে আসে।
'মনুষ্যত্ব' লালন না করলে যে কোন পরিচয়ই 'অসার'!!

কপাল জোরে 'মানুষ' নামের অনেক প্রানীর সাথে পরিচয় হলেও 'মনুষ্যত্ব' আছে এমন 'মানুষ' এর দেখা খুব কম মিলেছে।
অহংকারী, দাম্ভিকতা, কুরুচিপূর্ণ আচরনে তারা কখনো কখনো পশুত্বকেও হার মানায়।

এই পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে 'মানুষ' এর খুব দরকার!! প্রানীকূলের মানুষগুলো সত্যিকারের 'মানুষ' হয়ে উঠুক--এই দোয়া করি।

(আমার ব্যাক্তিগত এই উপলব্ধির প্রকাশ কাউকে আঘাত করলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। 'আঘাতপ্রাপ্তগন' স্বেচ্ছায় নিজেদের ফ্রেন্ডলিষ্ট থেকে আমাকে বাদ দিলে কৃতার্থ মনে করবো।)

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 114924.40
ETH 4508.94
SBD 0.86