Human service

in #huminity7 years ago

দরিদ্র মানুষের কাছে চিকিৎসা সেবা পৌছে দিতে বেসরকারি উন্নয়নসংস্থা 'ফ্রেন্ডশিপ' এর উদ্যোগে ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক এরসহায়তায় পাচটি ভাসমান হাসপাতাল জাহাজ তৈরি প্রক্রিয়া গত রোববারউদ্বোধন করা হয়।এই পাঁচটি জাহাজ শুরু থেকে ফ্লোটিং হাসপাতাল হতে ডিজাইন করা হচ্ছে। বাংলাদেশে এ রকম ঘটনা এটাই প্রথম, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং দেশীয় প্রকৌশলী দ্বারা তৈরি হচ্ছে। এদের মধ্যে চারটি ভাসমান জাহাজ দৈর্ঘ্যে ২৫ মিটার এবং একটি ৩১ মিটার। প্রতিটি ভাসমান জাহাজ হাসপাতালে থাকবে সব আধুনিক সুবিধাসহ অপারেশন থিয়েটার, ডাক্তার চেম্বার এবং অন্যান্য চিকিৎসা সুবিধা। চারটি ডেক থাকবে প্রতিটি জাহাজে। ২০১৮ সালের শেষ দিকে প্রথম দুটি জাহাজ সরবরাহ করা হবে। বাকি তিনটি জাহাজ সরবরাহ করা হবে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে।
image

Sort:  

Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 96714.38
ETH 3411.05
USDT 1.00
SBD 3.17