ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৬ (২৪-০৮-২৩ থেকে ৩০-০৮-২৩)

in #hsshlast year

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৬ (২৪-০৮-২৩ থেকে ৩০-০৮-২৩)

1000001295.png

বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১৬ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এ

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @selina75
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার

SERIAL AUTHOR UPVOTE POST LINK
01 @selina75 $25 UPVOTE রঙ্গিন আলপনা অংকন।
02 @selina75 $25 UPVOTE ফটোগ্রাফিঃ নিজের তৈরি করা গয়নার ফটোগ্রাফি।

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম সেলিনা আখতার শেলী। জাতীয়তা - বাংলাদেশী। বর্তমানে গৃহিণী এবং জন্ম ও বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে । শিক্ষাগত যোগ্যতা - চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন ।সে সাথে দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন । স্বামীর বাড়ী দিনাজপুরে, বর্তমানে ঢাকায় থাকেন। পছন্দের কাজের মাঝে অন্যতম ঘুরে বেড়ানো ,বই পড়া ,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা। সে সাথে ভালোলাগার আরো কিছু বিষয় হলো দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি । মোট ১ বছর ২ মাস হলো তার স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67338.51
ETH 2672.27
USDT 1.00
SBD 2.72