Incredible India monthly contest of April #1| your preferred form of art!
হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আবার নতুন আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসলাম।
প্রতিভা প্রতিটা মানুষের ভিতর লুকিয়ে থাকা একটা ক্ষমতা যা স্যার নিজেও জানে না আর সবার থেকে আলাদা হয়তোবা এটা কারোর জন্মগত ভয় পায় আবার কেউ বংশগতভাবে পায় আবার কেউ নিজের কঠিন পরিশ্রমের ফলে অর্জন করতে পারে যেটা দিয়ে সারা বিশ্বের কাছে তাকে উন্মোচন করা যায় সমাজের আরো মানুষের থেকে অন্যভাবে পরিচিত লাভ করতে পারে এটাকে আমরা সাধারণত প্রতিভা বলি।
একেক জনের ভেতর এক এক রকম প্রতিভা লুকিয়ে থাকে ঠিক তেমনি বর্তমান উন্নত বিশ্বে অনেক বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করে তার প্রতিভা দিয়ে বহির্বিশ্বের কাছে সুপরিচিত হয়েছে আবার অনেকেই আছে খেলাধুলা করে তার প্রতিভা উন্মোচন করছে আবার অনেকে তার প্রতিভা দিয়ে শিল্পকলা বা তার কারো কাছে দিয়ে মানুষের মন যোগ আছে সঙ্গে এটাও মানুষের প্রতিভা চিত্রকলা অভিনয় করা যেটা বাস্তব সেটা মেনে নেওয়া লাগবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিভা দিয়ে আমাদের মন জয় করেছিল সেটার জন্য সে বিখ্যাত।
আমার নিজের ব্যক্তিগতভাবে তেমন প্রতিভা আছে বলে আমার নিজের কাছে মনে হয় না তবে বর্তমানে আমার বন্ধুবান্ধব বা আমার সহপাঠ এরা সবাই বলেছে আমার ফটোগ্রাফির দারুন তাদের কাছে খুবই ভালো লাগে এজন্য এখন মনে হয় কিছুটা হল ফটোগ্রাফির যে একটা দিক নির্দেশনা আছে বা প্রাকৃতিক সৌন্দর্য টাকে ক্যামেরা বন্দি করার কিছুটা হলেও অভিজ্ঞতা এখন অর্জন করতে পেরেছি এটাকে এখন মনে করে আমার প্রতিভা।
তবে সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই আপনি যে কোন জিনিস যদি আপনার মন থেকে করেন অবশ্য সেখানে ভালো কিছু আপনি আশা করতে পারেন আমি মন থেকে প্রাকৃতিক সৌন্দর্য টাকে অনেক বেশি ভালোবাসে যদি কোন মনোরঞ্জন পরিবেশ দেখি বা প্রাকৃতিকের আভাস আমার শরীরে স্পর্শ করে আমার জন্য মনে হয় সেখানে আমি হারিয়ে যাই পাখিদের কিসি মেসি কোলাহ লিখেন জায়গা আমার কাছে খুবই ভালো লাগে আর সেখানে যদি থাকে তাহলে তো কোন কথাই নেই এজন্য হয়তোবা আমার ফটোগ্রাফিটা ফুটে ওঠে সুন্দরভাবে।
অনেকের বংশগতভাবে বা রক্তের ধারায় প্রতিভা ফুটে ওঠে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে বা সবাই যে বংশগত রক্তের ধারায় প্রতিভা পাবে এটার কোন নিশ্চয়তা নেই এটাকে ততটা বেশি আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করতে পারিনা।
কিন্তু যে মানুষগুলো নিজে পরিশ্রম করে নিজের প্রতি বা নিজের অর্জন করে এটাকে আমার মতে মূল্যায়ন করা উচিত কারণ অনেক ব্যক্তি আছে তার সময় আছে কিন্তু প্রতিভা উন্মোচন না করে সময়কে অপব্যয় করে আবার এমনও মানুষ আছে যাদের সময় বা অর্থ কিছুই নেই কিন্তু তারপরও নিজে পরিশ্রম করে নিজের প্রতিভা উন্মোচন করে সেটা আমাদের মাঝে প্রকাশ করে আমি মনে করি এটাকে প্রাধান্য দেওয়া উচিত।
যেমন আমি আমার জীবনে প্রতিভা কী এটাই এখনো পর্যন্ত নিজে জানিনা কারণ অল্প বয়সে সংসারের দায়ভার মাথায় এসে পড়ে যার ফলে পরিশ্রম করতে থাকে যতটুকু পেরেছি সংসারের উপকারে আসার চেষ্টা করেছে নিজে যে কিছু করতে পারি বা নিজের মন থেকে কোন কিছু করার ইচ্ছা এটা কখনো উন্মোচন হয়নি।
প্রবাসে আসার পর কাজের প্রচেষ্টায় সর্বদা থাকে তবে যেখান থেকে ব্লগিং শুরু করেছে বা মোবাইল হাতে এসেছে তখন থেকে কিছুটা আকৃষ্ট হয়েছে যে কিছু ফটোগ্রাফি করি তবে ছোটবেলা থেকে হয়তো বা মনের ভেতর লুকিয়ে ছিল প্রাকৃতির প্রতি ভালোবাসা এজন্য সেটার বহিঃ প্রকাশ পেয়েছে এতদিন পরে এসে তবে এর পেছনে সম্পূর্ণ কৃতিত্ব আমি দিতে চাই তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমাদের হাতে মোবাইল এসেছে তা না হলে এটা কখনো করা সম্ভব আমার মনে হয় না।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। @luhari @rumanaafroz @jasonmunapasee
Upvoted! Thank you for supporting witness @jswit.
Greetings dear your post on talent and photography is inspiring, highlighting the importance of hard work and passion also your love for nature and ability to capture its beauty through photography is really impressive, honestly talent can manifest in many forms, and recognition can come from others wish you all the best 👍 .
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিভা মানুষের নিজের পরিশ্রম দ্বারা প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় বংশগতভাবেও অনেকে অনেক প্রতিভা পেয়ে থাকে তবে আপনার মত করে আমিও বলব আমার জীবনে কি প্রতিভা রয়েছে সেটা আমি নিজেও জানিনা প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি ভালো থাকবেন।