Geliophobia

in Help4Help2 years ago

IMG-20220514-WA0001.jpg

Gelio শব্দটি উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক ভাষা gelo থেকে এর অর্থ হচ্ছে হাসাহাসি। আর phobia অর্থ হচ্ছে ভয় ভীতি। বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ারের মধ্যে একটি হচ্ছে হাসিমুখ। অনেক বড় বড় সমস্যা, ঝগড়া এমনকি মারামারির মুখেও হাসিমাখা কথা নিমেষে সকল সমস্যা উধাও করে দেয়। চিকিৎসা বিদ্যায় ও হাসির গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে দিনে একজন মানুষ কিছু সময় হাসাহাসি করলে তার হৃদযন্ত্র ভালো থাকে। হাসির থেরাপি ব্যবহারের মাধ্যমে মানব শরীরে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন, তাদের হাসির প্রতি আছে প্রচন্ড ভীতি। আপনি নিজে নিজে বলতে পারেন, "এটা কেমন কথা?" তবে এটাই সত্যি। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিশ্লেষণ করলে বেশ কিছু কারন দেখা যায়। যেমন: অতীতের কোন এক সময় অতিরিক্ত হাসির কারনে শারীরিক অসুস্থতা, হাসির কারনে প্রচন্ড অপমানিত ও লজ্জিত হওয়া, ছোট বেলায় হাসি বা দুষ্টামির জন্য শারীরিক বা মানসিক বা উভয় নির্যাতনের শিকার হওয়া ইত্যাদি।
IMG-20210904-WA0069.jpg
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা কোন অস্বাভাবিক পরিস্থিতির শিকার হলে উদ্বিগ্নতা বেড়ে যায়, অনেকের ক্ষেত্রে পেনিক অ্যাটাক আসে, অতিরিক্ত ঘামতে পারেন।
IMG-20220504-WA0003.jpg
এই সমস্যার চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা কনভারসেশন থেরাপি, রিলাক্সেশন টেকনিক ও কিছু ক্ষেত্রে অতিরিক্ত উদ্বিগ্নতায় ওষুধের প্রেসক্রিপশন করে থাকে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 98218.74
ETH 3594.77
SBD 1.63