গ্রামকে অবলোকন করি

in Help4Help2 years ago

জীবনের তাগিদে ছোটে চলেছি আমরা প্রতিনিয়ত এখান থেকে সেখানে ।কর্মব্যস্ততা আমাদের ঝেকে বসেছে। মাঝে মাঝে খুব হাপিয়ে উঠি। মিস করি সে দিনগুলি যে দিনগুলি গ্রামে কেটেছে। এখনও গ্রামে গেলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি। সেই দিনগুলি আসলেই কত না ভাল ছিল সেই গ্রামের পথে ঘুরে বেড়ানো ছেলেদের সাথে দলবেঁধে খেলাধুলা বা হই হুল্লোড়। কাঠফাটা দুপুরে পুকুরে ঝাপাঝাপি। সবই এখন শুধু স্মৃতি । শরের এই যান্ত্রিক জীবন সব কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এই জঞ্জাট থেকে একটু রেহাই পেতে মনচায়। সামনে ঈদ একটা উপলক্ষ পাওয়া গেল তাই এই কথা গুলা আরও বেশী মনে পড়ছে। এখন হয়ত ছেলেদের সাথে হই হুল্লোড় করা হবে না তাদের সাথে পুকুরে ঝাপ দেয়া হবে না কিন্তু গ্রামের সেই চিরচেনা পথ চিরচেনা বাতাস চিরচেনা গাছপালা ঠিকই আমায় আপণ করে নিবে। প্রিয় গ্রাম আমার আমি আসছি। কে কে আছেন যারা আপনাদের ছেলেবেলা মিস করেন?? গ্রামে যাওয়া নিয়ে কে কতটা উৎফুল্ল??
IMG_20220805_181401.jpg

Sort:  

গ্রামের সৌন্দর্যের কথা বলতে গেলে কখনোই শেষ করা যাবে না। যারা গ্রামে থাকে তারাই জানে কতটা মায়া, ভালোবাসা জড়িয়ে থাকে নিজ গ্রামের সাথে। আমি গ্রামেই থাকি আর তার আনন্দ উপভোগ করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60787.79
ETH 3242.30
USDT 1.00
SBD 2.46