চাহিদা নিয়ন্ত্রণ করুন জীবন সুন্দর হবে

in Help4Help2 years ago

এ পৃথিবী সৃষ্টি হয়েছে হাজার হাজার বছর পূর্বে। পৃথিবীতে প্রচুর মানুষ জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করেছে। পৃথিবীতে মানুষ ছাড়াও আরো অনেক প্রাণী রয়েছে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যারা যারা জীবন অতিক্রম করে বিভিন্ন চাহিদার মাধ্যমে ।মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। একটি চাহিদা শেষ হলে আরো একটি নতুন চাহিদা তৈরি হয় ।

woman-591576_1280.jpg

[ copyright free image source : pixabay]

(https://pixabay.com/photos/woman-girl-freedom-happy-sun-591576/)

পুরো পৃথিবী প্রত্যেকটা প্রযুক্তি মানুষের চাহিদার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। আমাদের ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস চাহিদার অন্তর্ভুক্ত। এক একজন মানুষের চাহিদা একেক রকম তাই পৃথিবীতে প্রতিনিয়ত নিত্যনতুন জিনিসের আবিষ্কার হয়। মানুষ একটি জিনিসের উপর নিজের মন স্থির করতে পারে না। মানুষের ব্যবহৃত বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিভাইস মোবাইল ফোন। একটি মোবাইল ফোন সঠিক ভাবে ব্যবহার করলে মানুষ অনেক দিন ব্যবহার করতে পারে। কিন্তু মানুষ একটি ফোনের উপর নির্ভরশীল নয়।। যখনি নতুন কোন মোবাইল ফোন মার্কেটে আসে তখনই মানুষ সেই মোবাইলটির দিকে ঝুকে পড়ে।

hands-1851218_1280.jpg

[copyright free image source :pixabay]

(https://pixabay.com/photos/hands-phone-smartphone-electronics-1851218/)

এই বিষয়টা শুধু মোবাইলের ক্ষেত্রে নয় পৃথিবীর প্রায় প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে মানুষের একটি আকর্ষণ কাজ করে। একজন মানুষের জীবন যাপনের পদ্ধতি দেখে অন্য একজন মানুষ প্রভাবিত হয় এবং তার মত করে জীবন অতিক্রম করার চেষ্টা করে। প্রত্যেক মানুষের যোগ্যতা একই রকম নয় মানুষের কর্ম দক্ষতার উপর তার আয় নির্ভর করে। কিন্তু যখন কোন মানুষ তার উপার্জনের চেয়ে বেশি চাহিদা পোষণ করে তখন সে তার উপার্জন বৃদ্ধি করার চেষ্টা করে। উপার্জন বৃদ্ধি করতে গিয়ে মানুষজন বেশিরভাগ সময়ে অসৎ এবং ভুল কাজে নিজেকে নিয়োজিত করে ফেলে। যার ফলে মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে যায়। অসৎ কাজের মাধ্যমে সহজে অর্থ সম্পদ উপার্জন করা সম্ভব হয়ে গেলেও এর মধ্যে প্রকৃত শান্তি বা সুখ খুঁজে পাওয়া যায় না। অসৎ কাজের মধ্যে যেমন অশান্তি রয়েছে ঠিক তেমনি বিপদে রয়েছে। কিন্তু তবুও মানুষ অল্প সময়ের মধ্যে সম্পদশালী ও প্রাচুর্যতা অর্জন করার লক্ষ্যে বেশিরভাগ সময় অসৎ কাজ করে বসে। যার ফলে সে মানসিক শান্তি হারিয়ে ফেলে এবং মানুষের অন্তরে একজন অসৎ ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে যায়। সুতরাং অতিরিক্ত অর্জন করার পেছনে না ছুটে নিজের চাহিদাকে সংকুচিত করার মাধ্যমে আমরা যদি একটি সহজ সুন্দর জীবন অতিক্রম করি তাহলে আমাদের সকলের জীবন সুন্দর ও শান্তিময় হবে। চাহিদাকে সংকুচিত করতে শিখুন এবং নিজের অল্প আয়ের মাধ্যমে জীবনকে পরিকল্পিতভাবে পরিচালনা করতে শিখুন। তাহলেই এই সমাজ জাতি ও রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে।

mobile-phone-1875813_1280.jpg

[copyright free image source :pixabay]

(https://pixabay.com/photos/mobile-phone-smartphone-1875813/)

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63237.60
ETH 2647.23
USDT 1.00
SBD 2.81