Contest: Be the Steem Cricket Expert in week 02 | | Ireland vs Netherlands review | | 07-06-2021

in Cric-World 🏏3 years ago

  • আসসালামু আলাইকুম
  • আমি বাংলাদেশ🇧🇩 থেকে @saikat000

    আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি @cric-world কর্তৃক আয়োজিত 'Be the steem expert' কন্টেস্টটিতে অংশগ্রহন করতে যাচ্ছি। আমি যেই ম্যাচটির রিভিউ দিতে যাচ্ছি সেটি হলো :

    আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস

    images (10).jpeg
    Source

    দল দুটি অনিয়মিত হলেও তাদের খেলার মান অনেক ভালো। বেশ হাড্ডা-হাড্ডি লড়াই হচ্ছে তাদের মধ্যে। নিচে তাদের সিরিজ ও ৩য় ম্যাচের কিছু তথ্য দেয়া হলো:

    Header 1header 2
    ম্যাচ🇮🇪আয়ারল্যান্ড বনাম 🇳🇱নেদারল্যান্ডস
    সিরিজআয়ারল্যান্ড ট্যুর অফ নেদারল্যান্ডস
    ধরনএক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ
    তারিখ০৭-০৬-২০২১
    সময়দুপুর ২:৩০ মিনিট
    মাঠস্পোর্টপার্ক মার্সচাকেরিড আট্রেচ
    আম্পায়ারঅ্যাড্রিয়ান ভ্যান ডেন ড্রাইচ, অ্যাড্রিয়ান হোল্ডস্টোক
    টিভি আম্পায়াররিজওয়ান আকরাম
    ম্যাচ রেফারিডেভিড জুক্স

    দলের খবর

  • আয়ারল্যান্ড🇮🇪
  • images (12).jpeg
    Source


    আয়ারল্যান্ড দলের জন্য এই বছরটা খুব খারাপ যাচ্ছে। আরব আমিরাতের সাথে বছরের ১ম ম্যাচটা হেরেছিলো জানুয়ারিতে। তারপর আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ। নেদারল্যান্ডসের সাথে ১ম ম্যাচ দুঃখজনক হার। এককথায় খুব বাজে সময় যাচ্ছে টিম আয়ারল্যান্ডের জন্য। দলে এখন কোনো ইঞ্জুরি নেই বলে সস্তিতে আছে ম্যানেজমেন্ট।


    ২০২১ এ আয়ারল্যান্ড

    ম্যাচ০৯
    জয়০২
    পরাজয়০৫
    ড্র০০
    পরিত্যাক্ত০২

  • নেদারল্যান্ডস
  • images (13).jpeg
    Source


    সময়টা নেদারল্যান্ডস দলের জন্য মোটামুটি ভালোই যাচ্ছে। যদিও নেদারল্যান্ডস বেশী ম্যাচ খেলে নি। তবুও ভালো ফর্মে আছে তারা। ট্রাই-ন্যাসন সিরিজে তারা অনেক ভালো খেলেছে।যদিও চ্যাম্পিয়ন হতে পারে নি, ফাইনালে নেপালের কাছে হেরে গেছিলো। কিন্তু তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আয়ারল্যান্ডের সাথেও সিরিজের ১ম ম্যাচে জয় ছিনিয়ে এনেছে। তাদের দলে তেমন কোনো ইঞ্জুরি নেই বলে কোচ ও টিম ম্যানেজমেন্ট স্বস্তিতে আছে।


    ২০২১ এ নেদারল্যান্ডস

    ম্যাচ০৭
    জয়০৩
    পরাজয়০৩
    ড্র০১
    পরিত্যক্ত০০

    স্কোয়াড

  • আয়ারল্যান্ড
  • images (15).jpeg
    Source

    এ. বালব্রিনি (অধিনায়ক), এম. আধীর, জি. ডকরেল, জে. লিটিল, এ. ম্যাকব্রেইন, জি. ম্যাককার্টার, বি. ম্যাককার্থী, কে. ওব্রাইন, ডব্লিউ. পোর্টারফিল্ড, এস. সিং, পি.
    স্ট্রালিং, এইচ. টেকটর, এল তুকার (উইকেট রক্ষক), বি. হোয়াইট, সি. ইয়ং


    সম্ভাব্য একাদশ:

    ১। পোর্টারফিল্ড
    ২। স্ট্রিলিং
    ৩। এ. বালব্রিনি (অধিনায়ক)
    ৪। এইচ. টেকটর
    ৫। ডকরেল
    ৬। এল. তুকার (উইকেট রক্ষক)
    ৭। এস. সিং
    ৮। এ. ম্যাকব্রেইন
    ৯। বি. ম্যাককার্থী
    ১০। জে. লিটিল
    ১১। সি. ইয়ং

  • নেদারল্যান্ডস
  • images (16).jpeg
    Source

    পি. সীলার (অধীনায়ক), এম. আহমেদ, পি. বইসিভেন, বি. কুপার, বি. ডি. লীডস, এস. এডওয়ার্ড (উইকেট রক্ষক), বি. গ্লোভার, ভি. কিংমা, এফ. ক্লাসেন, এস. মাইব্রাগ, এম. ওডাউড, এল. ভ্যান. বিক, টি. ভ্যান. ডার. গুগটেন, টি ভাইসি, এম. এস. জুলফিকার।


    সম্ভাব্য একাদশ

    ১। মাইব্রাগ
    ২। ওডাউড
    ৩। বি. কুপার
    ৪। বি. ডি. লীডি
    ৫। সীলার (অধীনায়ক)
    ৬। এস. এডওয়ার্ড (উইকেট রক্ষক)
    ৭। এস. জুলফিকার
    ৮। ভ্যান বিক
    ৯। ভ্যান ডার গাগটেন
    ১০। এফ ক্লাসেন
    ১১। বি. গ্লোভার

    মূল খেলোয়াড়

  • আয়ারল্যান্ড
  • ১। পি. স্ট্রিলিং: সে অনেক ভালো ফর্মে আছে। গত ৮ ম্যাচে সে ৯৭.৫৭ গড়ে ৬৮৩ রান করেছে।

    ২। সি. ইয়ং: সম্প্রতি সে অনেক ভালো ফর্মে আছে। গত ৮ ম্যাচে নিয়েছন ১৩ উইকেট।

  • নেদারল্যান্ডস
  • ১। এম. ওডাউড: সম্প্রতি সে অনেক ভালো খেলছে। গত ৪ ম্যাচে ১৪৯ রান করেছে সে।

    ২। এল. ভ্যান. বীক: সম্প্রতি সে অনেক ভালো খেলছে। গত ৪ ম্যাচে নিয়েছে ৪ উইকেট।

    মুখোমুখি

    Ireland-tour-of-Netherlands-20214.jpg
    Source

    আয়ারল্যান্ডতথ্যনেদারল্যান্ডস
    ১০মোট ম্যাচ১০
    জয়
    পরাজয়
    ড্র
    পরিত্যক্ত
    ৩০৭সর্বোচ্চ স্কোর৩০৬
    ১৭৭সর্বনিম্ন স্কোর১২৫

    খেলার পূর্বাভাস


    সম্প্রতি খেলার মান ও ধরন দুই দলেরই অনেক ভালো আছে। কে জিতবে বলা খুব মুশকিল। তবে আমার মতে আয়ারল্যান্ড অনেক ভালো পজিশনে আছে। তাই আমার পূর্বাভাস হলো যে আয়ারল্যান্ড ৩য় এক দিনের আন্তর্জাতিক ম্যাচটি জিতে ২-১ এ সিরিজ জিতবে।



    আশা করি আমার ম্যাচ রিভিউ আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভূল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

  • ধন্যবাদ সবাইকে ❤️❤️❤️
  • Sort:  

    This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

    For more updates, keep following @steemitblog.

    Best Regards!!!

    Coin Marketplace

    STEEM 0.20
    TRX 0.13
    JST 0.029
    BTC 66049.89
    ETH 3374.89
    USDT 1.00
    SBD 2.63