My Favorite Whitewash Memories || bd vs wi 2021||

in Cric-World 🏏3 years ago

HELLO

MY DEAR FRIENDS

This is @mahmudul20 from Rangpur Bangladesh

সবাই কে আমার সালাম,,আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

Bangladesh-vs-West-Indies.png
Source

বিশ্ব অঙ্গনে বর্তমানে সব খেলার চাইতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।ক্রিকেট খেলা দর্শকদের মাঝে দিয়েছে চরম উত্তেজনা, উদ্দীপনা ও জনপ্রিয়তা।বর্তমান বিশ্বে রাজকীয় খেলা নামে পরিচিত ক্রিকেট খেলা ক্রমান্বয়ে ফুটবলের জনপ্রিয়তাকেও অতিক্রম করতে শুরু করেছে।
আজকে আমি ক্রিকেটের ৩টি ম্যাচ জয়ের কথা সম্পর্কে লিখতে যাচ্ছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

হোয়াইটওয়াশ করার জন্য একটি দলের কমপক্ষে ৩ ম্যাচের সিরিজে সমস্ত ম্যাচ জিততে হবে।
প্রত্যেক দল ইতিহাসে স্মরণীয় হয়ে উঠতে অন্য দলকে হোয়াইটওয়াশ করতে চায়।
ক্রিকেট এর ইতিহাসে অনেকবার হোয়াট ওয়াশ দেখেছি, তবে ২০২১ সালে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর হোয়াইট ওয়াশ আমার খুব ভালো ভাবে মনে রয়েছে। এবং ভবিষ্যতেও মনে থাকবে।

ওয়েস্ট ইন্ডিজ ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলার জন্য ২০২১ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে সফর করে।

download (2).jpeg
Source

বাংলাদেশ দলঃ-Tamim Iqbal (c), Liton das,Najmul Hossain Shanto,Sakib al hassan,Musfiqur Rahim (w),Mahmudullah Riyad,Soumya Sarkar,Mehidy Hasan Miraz, Hasan Mahmud,Rubel Hossain,Mustafizur Rahman.

ওয়েস্ট ইন্ডিজ দলঃ-Jason Mohammed (c),Sunil Ambris,Joshua Da Silva (w),Andre McCarthy,Kyle Mayers ,Nkrumah Bonner,Rovman Powell,Raymon Reifer,Alzarri Joseph,Akeal Hosein,Chemar Holder.

★★★

bangladesh-host-west-indies-for-a-three-match-odi-series-and-two-tests.webp
Source
প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি।
ভেন্যুঃশেরে বাংলা স্টেডিয়াম মিরপুর ঢাকা।
ওয়েস্ট ইন্ডিজঃ ১২২/১০(৩২.২)
বাংলাদেশঃ১২৫/৪(৩৩.৫)
★★★
images.jpeg
Source
দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি।
ভেন্যুঃশেরে বাংলা স্টেডিয়াম মিরপুর ঢাকা।
ওয়েস্ট ইন্ডিজঃ ১৪৮/১০(৪৩.৪)
বাংলাদেশঃ১৪৯/৩(৩৩.২)

west-indies-vs-bangladesh-twitter-windies.jpg
Source
তৃতীয় ওয়ানডে ২৫ তারিখ।
ভেন্যুঃজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,চট্টগ্রাম।
বাংলাদেশঃ২৯৭/৬(৫০)
ওয়েস্ট ইন্ডিজঃ ১৭৭/১০(৪৪.২)

can-bangladesh-pull-off-a-clea.webp
Source

আমি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর এই ম্যাচ গুলো দেখে খুবই মজা পেয়েছি।যেহেতু ক্রিকেট আমার খুবে পছন্দের খেলা। আমার প্রান প্রিও বাংলাদেশ দল। সে জন্য আমার খুব ভালো ভাবে মনে রয়েছে এই ম্যাচ গুলো।
৩টি ওয়ানডে বাংলাদেশ বিশাল ব্যবধানে জয় পায়।সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ দলকে হোয়াইটওয়াশ করে।যা বাংলাদেশ দলের ইতিহাসে স্মরণীয়।

Thanks for all guys

@mahmudul20

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43