"সবাই মিলে একসাথে কাটানো কিছুটা মূহুর্ত (জামাইষষ্ঠী স্পেশাল)"

in Best of India3 years ago

IMG_20210616_234148.jpg
(আমার ননদের পরিবার)

বন্ধুরা,

কেমন আছেন আপনারা সবাই?আশাকরি সবাই ভালো আছেন।

আজ জামাইষষ্ঠী,বাঙালির ঘরে বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে এটিও একটি।আজকের দিনে বাঙালির ঘরে ঘরে জামাইদের আদর দেখার মত হয়। যদিও সারাবছরই তাদের আদর একই রকম থাকে। তবুও আজকের দিনটা আরও একটু বেশি আদর পাওনা হয় এই আর কি!

আম,জাম,কাঁঠাল,লিচু,দই মিষ্টি,এসবের পাশাপাশি মাছ, মাংস তো আছেই।জামাই কি খেতে ভালোবাসে সেটাই হল আজকের রান্নার মেনু।

IMG_20210616_234028.jpg
(ননদের আনা আম)

অনেকের মধ্যে নিয়ম আছে,আজ জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়ি সকাল থেকে উপোস করে, ধান দূর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করে তাকে উপহার দেন। জামাইও শাশুড়িকে উপহার দিয়ে নমস্কার করে।তারপর শুরু হয় খাওয়া দাওয়ার পালা।

IMG_20210616_234805.jpg
(কাঁঠাল)

সকালে লুচি তরকারি,তারপর ফল,মিষ্টি।দুপুরে পছন্দ মত মাছ/মাংস।সন্ধায় একটু টিফিন করে নিয়ে আবার রাতে ডিনার।এইভাবে চলে সারাদিন।অনেকের মধ্যে পরের দিন আবার জামাই বাজার করে শ্বশুর বাড়ির সবাইকে খাওয়ায়।

মোট কথা খাদ্য রসিক বাঙালির খাওয়ার জন্য এই দুদিন আলাদা করে ধার্য করা হয়েছে।তবে এইবছর অনেকের জন্য আনন্দের ছিলো না।অনেকেই যেতে পারেনি এই lockdown এর কারণে।যেমন আমরা - আমি আর শুভ বিয়ের পর থেকে লাস্ট ২ বছর যেতে পারিনি করোনার কারণে। আজ বাবার মনটাও খারাপ ছিল।প্রতিবার আমরা গেলে মানুষটা কত খুশী হয়।

IMG_20210616_234041.jpg
(আমার শ্বশুর মশাই ননদের husband এর জন্য এনেছেন)

যাইহোক,এইবার আমার ননদ এসেছিল।কোনো বছরই আমি থাকি না।এই বছর আমি ছিলাম বাড়িতে।যেহেতু ওদের বাড়ি একদম পাশে এবং ওদের গাড়ী আছে তাই ওদের আসাটা সম্ভব হয়েছে।

ওরা সকালে এখানে খাওয়া দাওয়া করেনি।দুপুরে খাওয়ার প্ল্যান হয়েছিল।দুপুরের মেনু ছিল পোলাও, আর চিকেন,সাথে বেগুনী।বাকি আম,কাঁঠাল দই,মিষ্টি তো আছেই।সারাদিন এক সাথে সবাই মিলে ভালোই কাটলো। রাতেই ফিরে গেল ওরা।

IMG_20210616_233832.jpg

IMG_20210616_233856.jpg
(পোলাও)

সবথেকে মজার ব্যাপার কি জানেন? যেটা আমাদের কাছে আনন্দের,অনেকের কাছে আজকের দিনে দাড়িয়ে তা বিলাসিতা মাত্র।এখনকার সময়ে অনেকেই দুবেলা পেট ভরে খাওয়ার জন্য সংঘর্ষ করছে।অনেকে লড়াই করছে নিজের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য।অনেকে লড়ছে আপনজনের প্রাণ বাঁচিয়ে রাখতে।এই পরিস্থিতিতে আনন্দ করার মানসিকতা নেই কারোর।কিন্তু এই নিয়মের অজুহাতে আপন মানুষ গুলোর সাথে একটু সময় কাটানো যায় এই যা!

IMG_20210616_233930.jpg
(চিকেন কষা)

IMG_20210616_233913.jpg
(বেগুনী)

যাইহোক,আপনারা সকলে সাবধানে থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা রইলো।
IMG_20210616_235735.jpg
(আমি,ননদের ছোটছেলে, আর পেছনে আমার ননদ)

I believe everyone will appreciate and support my mother language bengali also.🙏
Good night everyone. Stay safe.😊

Sort:  
 3 years ago 

@sampabiswas fruits and foods are delicious.. beautiful photographs.. keep posting and stay safe

@lother68 Thank you. Stay safe 😊

Thank you for sharing your day with us @sampabiswas

@sduttaskitchen Thank you for visiting my post.😊

Your food made my mouth watery. I hope it was yummy.

@roopk97 Thank you so much.🥰

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62934.09
ETH 3118.65
USDT 1.00
SBD 3.85