Natural Deep Forest in Dinajpur Bangladesh

in DTube3 years ago


দেশের উত্তরে প্রাকৃতিক ও সৃজিত বেশ কয়েকটি বনাঞ্চল রয়েছে। তার মধ্যে উল্লেখ যোগ্য হল সিংড়া ফরেষ্ট, বীরগঞ্জ ফরেস্ট বীট, নবাবগঞ্জের বীট প্রতৃতি। কিন্তু দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণে অবস্থিত ধর্মপুর ফরেস্টউপরের উল্লেখিত বনভূমিগুলোর থেকে আয়তনে বড় এবং শাল গাছ সহ বিভিন্ন প্রকৃতির গাছপালা থাকায় ধর্মপুর বীট সারা দেশের মানুয়ের কাছে পরিচিত। এ বনের বিশেষত্ব হল ২১টি মৌজা জুড়ে ২৭ শ’৩০ একর এলাকা নিয়ে এ বনাঞ্চল। বনের বিভিন্ন স্থানে রয়েছে পুরনোশালগাছ। বনবিড়াল, খেকশিয়াল, বিজিসহ পাখি রয়েছে ২০-২৫ প্রজাতির। বন এলাকার ভিতর দিয়ে যোগাযোগের জন্য রয়েছে বেশ কয়েকটি পাকা রাস্তা। এসব রাস্তা দিয়ে স্থানীয়সহ বহিরাগত লোকজন যাতায়াত করে থাকে। রাস্তাগুলো পরিপাটি এবং আঁকাবাঁকা। এ আঁকাবাঁকা পথ ধরে যতই বনের ভেতরে যাওয়া যায়, চোখে পড়ে সারি সারি শালগাছ। শালগাছের মাঝারি আকারের পাতাগুলো গাড় সবুজের সমারোহে অন্য রকম এক পরিবেশের সৃষ্টি করেছে। ............. বাংলাদেশের কি বিষয়ে আপনারা ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিবেন । আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ।
:::: Follow me on Social Media ::::
Facebook: https://facebook.com/raihan.bdlove24
Instagram: https://www.instagram.com/raihanul.haque.bd/


▶️ DTube

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58430.35
ETH 2623.36
USDT 1.00
SBD 2.42