সুপারহিট হিন্দি মুভি কৃষ থ্রি এর রিভিউ

in CoPi2 years ago

download (1).jpeg

সুপারহিরো মুভি মানেই প্রচুর উন্মাদনা আর তা যদি হয় বলিউডের সুপারহিরো মুভি তাহলে তো কথাই নেই – ভারতীয় মুভি দর্শকদের জন্য খুব আনন্দ এবং আকাংখিত বিষয় বলা যায়। রাকেশ রোশন পরিচালিত বলিউডের প্রথম সুপারহিরো মুভি Krrish এর সিক্যুয়েল ‘Krrish 3’.শুরুটা হয়েছিলো ২০০৩ সালে, বলিউডের প্রথম সাই ফাই মুভি “কোয়ি মিল গ্যায়া” মুক্তির মাধ্যমে। সেই মুভির সিক্যুয়েল ‘Krrish’ বের হলো ২০০৮ সালে। সুপারহিরো চরিত্র ‘কৃষ’ দারুণ জনপ্রিয় একটি চরিত্র হয়ে উঠে বাচ্চাদের মাঝে এবং একই সাথে পায় ব্যবসায়িক সাফল্য। সেই চরিত্র এবং কাহিনীর ধারাবাহিকতা বজায় রেখে আবারও পর্দা কাঁপালো ঋত্বিক রোশন অভিনীত ‘Krrish 3’।

কৃষ_৩_চলচ্চিত্রের_পোস্টার.jpg

আগের ‘Krrish’ মুভিতে ভয়াবহ ভিলেন ডক্টর সিদ্ধার্থ আর্যকে পরাস্ত করে কৃষ এবং মৃত্যুর মুখ থেকে বাবা রোহিতকে ফিরিয়ে আনার পর প্রিয়াকে বিয়ে করে। একই সাথে নানা শত্রুর সাথে লড়ে সাধারণ মানুষের সেবা করতে থাকে। এদিকে তার বাবা রোহিত নিজের প্রতিভাকে বিজ্ঞানের নানা কাজে লাগিয়ে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করেছেন।

কিন্তু থেমে নেই দুষ্ট আত্মারাও। পৃথিবীর অপর প্রান্তে পৃথিবীর ‘কাল’ নামে ভয়াবহ এক দানব তৈরী হয়েছে। যার উদ্দেশ্যই ভয় আর ত্রাসের রাজ্য তৈরি করে সারা পৃথবীর শাসন করা। প্রতিভার অধিকারী ‘কাল’ তার সব ক্ষমতাকে কাজে লাগিয়ে একইসাথে তৈরি করে ভয়ংকর সেনাবাহিনী যারা একের পর এক আঘাত করতে থাকে পৃথিবীতে।

images (5).jpeg

এদের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসেন রোহিত এবং কৃষ। কিন্তু অতটা সহজ নয় বিষয়টি কারণ তাদের ধারণার চেয়েও অধিক শক্তিশালী এই ভিলেন কাল।
এই কালকে শেষ করার জন্য কৃষ তার বাবার বিজ্ঞানকে কাজে লাগায়।

মুভিটির কিছু বিশেষত্বঃ

শক্তিশালী এবং ব্যয়বহুল স্পেশাল এফেক্ট ব্যবহার যা হিন্দি মুভিতে এর পূর্বে কখনও দেখা যায়নি।
মুভিতে আছে একটি সুপারগার্ল ভিলেন চরিত্র। সেই চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত।
মুক্তি প্রতীক্ষিত সুপারহিরো মুভি ‘কৃষ থ্রি’ এর ট্রেলার ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভি ট্রেলারের স্থান দখল করে নিয়েছে। এখন পর্যন্ত ট্রেলারটি দেখা হয়েছে ১ কোটি ৬৬ লাখের বেশি বার।
‘কাল’ নামক ভিলেন চরিত্রে দেখা যায় বিবেক ওবেরয়কে।
মুভির গানের সুরকার রাজেশ রোশান এবং আবহসংগীতে সেলিম-সোলাইমান। যার স্বত্ব টি সিরিজ ৬০মিলিয়ন রুপী দিয়ে কিনে নিয়েছে।
নামঃ কৃষ থ্রি
পরিচালকঃ রাকেশ রোশন
কাহিনী ও চিত্রনাট্যঃ রাকেশ রোশন, হানি ইরানি
প্রযোজকঃ রাকেশ রোশন
অভিনয়েঃ ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়, কঙ্গনা রনৌত প্রমুখ।
সুরকারঃ রাজেশ রোশন
জেনারঃ সুপারহিরো সায়েন্স ফিকশন
ভাষাঃ হিন্দি
মুক্তির তারিখঃ ১ নভেম্বর,২০১৩
ফরম্যাটঃ ডিজিটাল – থ্রিডি

Krrish-3.jpg

My individual review Rating:

Quality: ★ ★ ★ ★ (4/5)
Popular: ★ ★ ★ ★ (4/5)
View: ★ ★ ★ ★ (4/5)
My overall review rating is: ★ ★ ★ ★ (4/5)

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.27
JST 0.045
BTC 102228.51
ETH 3688.34
SBD 2.80