স্মার্ট টিভির রিভিউ
স্মার্ট টিভি এখন কম বেশি সবার ঘরেই দেখা যায়। এটি এমন একটি টিভি যাতে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। আমরা আমাদের স্মার্টফোনে যেসব সোসাল মিডিয়া ব্যবহার করি তার অনেকটাই এই টিভিতে ব্যবহার করতে পারি। ইউটিউবের মাধ্যমে যে কোন খবর, গান,ছবি যেকোনো সময় দেখতে পারি। এই স্মার্টটিভির দাম ও কম হয়। অনেক ব্রান্ডের হয়ে থাকে। রিমোট এ ভয়েজ কন্ট্রোল থাকায় খুব সহজেই যেকোন বিনোদন খুযে পাওয়া যায়। এক কথায় স্মার্ট টিভি মূলত এমন একটি টেলিভিশন, যার মাধ্যমে টেলিভিশন দেখার পাশাপাশি আপনি অন্যান্য অনেক কাজও করতে পারবেন যেগুলো সাধারণ টেলিভিশনে করা সম্ভব নয়। স্মার্ট টেলিভিশনে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ থাকে।যখন আমরা দোকানে LED TV কিনতে যাই, তখন আমাদের প্রায় দুধরণের TV দেখিয়ে দেওয়া হয়।
তাদের মধ্যে একটি হলো smart LED TV এবং আরেকটি হলো non-smart LED TV.
এবং দোকানে গিয়েই আপনারা স্মার্ট টিভি এবং নন স্মার্ট টিভির বিষয়টি নিয়ে বিভ্রান্ত (confused) হয়ে পড়েন।
আবার স্মার্ট টিভি নিয়েও আরো একটি আলাদা সমস্যা রয়েছে।
আপনি “android smart tv” কিনবেন নাকি “non-android smart tv” ?
এটা নিয়েও আপনার ভাবতে ও বিচার বিবেচনা অবশই করতে হবে।
আগেকার সময়ে, টিভি দেখার জন্য কেবল colour TV হলেই আমাদের কাজ হয়ে যেতো।
তবে, বর্তমান সময়ে কেবল coloured TV হলেই কাজ চলবেনা।
বর্তমান সময়ে আমাদের প্রয়োজন একটি LED smart TV’র।
কেননা, এই LED স্মার্ট টিভি গুলো সম্পূর্ণ একটি মোবাইলের মতোই।
এই ধরণের টিভি আকারে অনেক বড় এবং এগুলোতে আধুনিক ও উন্নতমানের features এবং functions দেয়া থাকে।
Large screen size, advanced HD picture quality, HD sound quality এবং clear display হলো smart LED TV গুলোর কিছু সেরা বৈশিষ্ট (features)।
তবে, স্মার্ট এলইডি টিভি গুলোতে মোবাইলের মতো apps install করাটাও কিন্তু সম্ভব।
তবে চিন্তা করবেননা, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের স্মার্ট টিভির বিষয়ে সম্পূর্ণটা বুঝিয়ে বলবো।
আমরা আজকে জানবো যে,
স্মার্ট টিভি কি বা কাকে বলে ? (what is smart tv in Bangla), এন্ড্রয়েড স্মার্ট টিভি কি ? (what is android smart tv in Bengali), non-smart tv এবং smart tv মাঝে কি পার্থক্য রয়েছে এবং স্মার্ট টিভির বৈশিষ্ট গুলো কি কি (features of a smart tv in Bengali).
তাই, একটি স্মার্ট টিভি কেনার আগে আপনার যা যা জানা দরকার, সেই সবটাই আপনারা ভালো করে এই আর্টিকেলটিতে জেনেনিতে পারবেন।যদি সঠিক এবং সরল ভাবে বলা হয়, তাহলে একটি স্মার্ট টিভি কিন্তু দেখতে সম্পূর্ণ সাধারণ টিভির মতোই।
তবে দেখতে এক হলেও, একটি স্মার্ট ভিটিভির বৈশিষ্ট একটি সাধারণ টেলিভিশন (TV) এর থেকে হাজার গুনেই বেশি।
ভাবুন দেখি, আপনি আপনার smartphone বা laptop ব্যবহার করে কি কি করতে পারেন ?
Internet এর ব্যবহার, pen-drive support, video recording, online video streaming, social media notification check করা ইত্যাদি।
এই প্রত্যেকটি কাজ আপনি একটি স্মার্ট টিভিতেও করতে পারবেন।হে, স্মার্ট টিভি হলো এমন একটি device যেখানে একটি বড় আকারের LED screen দিয়ে দেওয়া হয়।
তাছাড়া, smart tv গুলো কাজ করার জন্য তাদের একটি operating system (OS) এর প্রয়োজন।
যেমন, আপনার smartphone বা laptop কাজ করার জন্য একটি অপারেটিং সিস্টেম (OS) এর দরকার,
ঠিক সেভাবেই এই LED device যেগুলোকে আমরা smart tv বলি, এগুলো কাজ করার জন্য Linux OS ব্যবহার করা হয়।
ফলে, built-in Wi-Fi, Ethernet ports, apps এবং নানান আধুনিক ফাঙ্কশন (functions) সহ এক উন্নত ও আধুনিক LED television device আমরা ব্যবহার করতে পারছি।তাই, স্মার্ট টিভি কাকে বলে, প্রশ্নের সোজা উত্তর হবে,
“স্মার্ট টিভি হলো এমন এক আধুনিক LED television (TV) যেটা একটি অপারেটিং সিস্টেম (OS) দ্বারা পরিচালিত করা হয় এবং যেই টিভিতে আপনি ইন্টারনেটের ব্যবহার, YouTube এবং অন্যান্য কিছু সিলেক্টেড apps গুলো ব্যবহার করতে পারবেন”.
তাছাড়া, WIFI এর সুবিধা থাকার ফলে আপনি বিভিন্ন portable device গুলোর সাথে নিজের স্মার্ট টিভিকে connect করতে পারবেন।
তাহলে বুঝলেন তো, “স্মার্ট টিভি বলতে কি বুঝায়” ?
আশা করছি বুঝেছেন।
স্মার্ট টিভি এবং সাধারণ টিভির মাঝে পার্থক্য কি ?
আমি তো ওপরেই আপনাদের স্পষ্ট করে বুঝিয়ে বললাম।
একটি সাধারণ টিভি কেবল টিভির চ্যানেল গুলো দেখার জন্যই তৈরি করা হয়েছে।
মানে, যদি আপনি একটি সাধারণ TV কেনার কথা ভাবছেন,
তাহলে, সেখানে কেবল DTH বা cable connection এর মাধ্যমে tv channel গুলো দেখতে পারবেন।
এছাড়া কিন্তু একটি সাধারণ টিভির কোনো কাজ নেই।
কিন্তু,
যদি আপনি একটি smart tv কেনার কথা ভাবছেন,
তাহলে সেখানে অবশই DTH বা cable connection এর মাধ্যমে tv channel গুলো দেখতে পারবেন।
WIFI এর মাধ্যমে নিজের টিভিতে ইন্টারনেট সংযোগ করার সুবিধাও এই ধরণের টিভিতে রয়েছে।
ইন্টারনেট সংযোগ করার ফলে, আপনি মোবাইল বা ল্যাপটপের মতোই, নিজের টিভিতে ইন্টারনেট এর ব্যবহার করতে পারবেন।
YouTube, Google ইত্যাদি যেকোনো ওয়েবসাইটের ব্যবহার নিজের টিভির মাধ্যমেই করতে পারবেন।
একটি স্মার্ট টিভিতে pen-drive সংযোগ করার অপসন থাকছে।
আপনি সোজা নিজের পেন ড্রাইভ টিভিতে লাগিয়ে video, movies বা music শুনতে পারবেন।
জনপ্রিয় কিছু online video streaming apps এবং অন্যান্য apps দেওয়া হয়।
ফলে, DTH বা cable connection ছাড়াও দিয়ে দেওয়া apps গুলোর মাধ্যমে serial, movies, episodes, short films বা music এর আনন্দ নিতে পারবেন।
তাহলে দেখলেন তো, একটি সাধারণ টিভি এবং স্মার্ট টিভির মধ্যে কতটা পার্থক্য রয়েছে।একটি এন্ড্রয়েড টিভি (android tv) হলো এক আধুনিক স্মার্ট টিভির প্রকার।
মানে, android tv কেও আমরা স্মার্ট টিভি হিসেবেই চিনি।
তবে, একটি সাধারণ স্মার্ট টিভিতে Linux OS ব্যবহার করা হয়, তাই সাধারণ স্মার্ট টিভি গুলোতে প্রচুর সীমাবদ্ধতা রয়েছে।
যেমন, টিভিতে আপনি নিজের মতো করে apps install করতে পারবেননা।
কিন্তু,
একটি এন্ড্রয়েড টিভিতে গুগলের android OS ব্যবহার করা হয়।
ফলে, আপনার android smart tv সম্পূর্ণ একটি android smartphone এর মতোই কাজ করবে।
আপনার টিভিতে “Google play store” দেওয়া থাকবে।
যার ফলে, আপনি যেকোনো apps বা android games নিজের টিভিতে download ও install করে ব্যবহার করতে পারবেন।
কেবল আপনার টিভির স্ক্রিন বড় থাকবে, বাকি সম্পূর্ণটা একটি android smartphone এর মতোই।
মোবাইলের মতোই আপনার android টিভিতে থাকবে “GPU”, “RAM”, “internal storage” এবং “processor”.
তাহলে বুঝলেন তো, “এন্ড্রয়েড টিভি কাকে বলে” ? (what is android tv).
সাধারণ স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড টিভির মাঝে পার্থক্য
একটি সাধারণ এলইডি স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড স্মার্ট টিভির মধ্যে পার্থক্য প্রচুর।
Smart tv কাজ করে Linux OS এর দ্বারা। কিন্তু, এন্ড্রয়েড টিভিতে দেওয়া হয় Google এর android OS.
Smart টিভিতে কেবল আগের থেকে দেওয়া সীমিত apps ব্যবহার করা যাবে। কিন্তু, android টিভিতে আপনি অসংখক এবং নিজের ইচ্ছে হিসেবে apps ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।
স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড স্মার্ট টিভি, দুটোতেই WIFI এর মাধ্যমে ইন্টারনেট এর ব্যবহার করতে পারবেন। তবে, কেবল এন্ড্রয়েড টিভিতেই আপনি উন্নত ওয়েব ব্রাউজার গুলো (Google chrome, Firefox ইত্যাদি) ব্যবহার করতে পারবেন।
সাধারণ স্মার্ট টিভিতে আপনি “Google play store” পাচ্ছেননা। কিন্তু, এন্ড্রয়েড টিভিতে প্লে স্টোরে অবশই পাবেন।
একটি স্মার্ট টিভির user-interface সময়ে সময়ে পুরোনো হতে থাকবে। কিন্তু, এন্ড্রয়েড টিভিতে রেগুলার system/apps/OS updates আপনি পেতেই থাকবেন। ফলে, user-interface সময়ে সময়ে উন্নত হতে থাকবে।
তাহলে বুঝলেন তো, এই দুধরণের আধুনিক LED smart tv’র মধ্যে কি কি মূল পার্থক্য রয়েছে।
সাধারণ স্মার্ট টিভি না এন্ড্রয়েড টিভি ? কোনটা কিনবো ?
দেখুন, এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভাবে নির্ভর করছে আপনার ব্যবহার, চাহিদা এবং প্রয়োজনের ওপরে।
যেকোনো একটি সাধারণ এলইডি স্মার্ট টিভির দাম সাধারণ টিভির তুলনায় অনেক বেশি।
তাই, যদি আপনি একটি smart tv কিনবেন বলে ভাবছেন,
তাহলে ভারতে বিভিন্ন ব্র্যান্ড (brand) বা কোম্পানির (company) স্মার্ট টিভি পেয়ে যাবেন।
Samsung
Panasonic
MI
Nokia
Philips
One plus y series LED smart tv
LG smart tv
TCL smart tv
Onida
এছাড়াও, ভারতের বাজারে আরো অন্যান্য কোম্পানির স্মার্ট টিভি আপনারা পেয়ে যাবেন।
সাধারনে, একটি ৩২ ইঞ্চির স্মার্ট টিভি আপনারা প্রায় Rs.১৪,০০০/- থেকে Rs.১৭,০০০/- টাকার মধ্যে পেয়ে যাবেন।
এখন যদি আপনি প্রশ্ন করছেন যে,
“সাধারণ Linux OS থাকা tv কিনবো নাকি Android OS থাকা tv ?”
তাহলে আমার উত্তর হবে,
“আপনি অবশই একটি android LED smart tv কিনুন”.
কারণ, আমি আগেই বলেছি একটি android টিভিতে গুগলের android OS ব্যবহার করা হয়।
তাই, এই ক্ষেত্রে আপনি একটি up-to-date system এর সাথে android এর সব রকমের সুবিধা এবং features নিজের টিভিতে পাবেন।
নিজের পছন্দের হাজার হাজার apps আপনি সোজা google play store থেকে download করে ব্যবহার করতে পারবেন।
এবং, এই সুবিধা আপনাকে Linux based সাধারণ smart LED টিভিতে দেওয়া হয়না।
শেষে, Linux based LED টিভির তুলনায় Android based smart tv র দাম তেমন একটি বেশি না।
এই দুধরণের টিভির মধ্যে দামের অনেক সাধারণ পার্থক্য থাকছে।
তাই, নিজের টিভিতে সব ধরণের মজা নেওয়ার জন্য, অবশই একটি Android smart tv কিনার পরামর্শ দিবো।
আমার শেষ কথা,
তাহলে বুঝলেন তো, একটি স্মার্ট টিভি কেনার আগে আপনার যা যা জানার দরকার সেই বিষয় গুলো কি।
স্মার্ট টিভি কেনার সময় অবশই দেখবেন, সেই টিভি Linux OS থাকা সাধারণ স্মার্ট টিভি নাকি Android OS থাকা উন্নত স্মার্ট টিভি।
তাছাড়া আপনার টিভির screen type অবশই Full HD, HD+ বা 4k হতে হবে।
শেষে আমার পরামর্শ থাকবে, আপনি আপনার পছন্দের টিভির মডেল এর দাম অন্যান্য কোম্পানির সাথে তুলনা করে দেখুন।
যেই কোম্পানি একি configuration এবং features সহ কম দামের মধ্যে আপনাকে টিভিটি দিচ্ছে, সেই কোম্পানির স্মার্ট টিভি কিনুন।
এমনিতে, আমি নিজেই প্রায় ২ বছর থেকে, “MI android smart TV” ব্যবহার করছি এবং আমার টিভি এখনো ভালো ভাবেই কাজ করছে।
MI এর android smart tv অন্যান্য কোম্পানির স্মার্ট টিভির তুলনায় অনেক কম দামেই আপনারা পেয়ে যাবেন।
আশা করছি, স্মার্ট টিভির বিষয়ে লিখা আজকের আর্টিকেল আপনাদের অবশই ভালো লেগেছে।
My individual review Rating:
Quality: ★ ★ ★ ★ (4/5)
Price: ★ ★ ★ ★ (4/5)
service: ★ ★ ★ (3/5)
Colors: ★ ★ ★ (3/5)
My overall review rating is: ★ ★ ★ ★ (4/5)
Please be specific about products brand, model etc. Thank you
Ok