মেয়েদের মাথার ব্যান্ডের(নো মডেল)রিভিউঃ

in CoPi2 years ago

মহিলাদের মাথার ব্যান্ড গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখন মহিলাদের পাশাপাশি ছেলেরা ও ব্রান্ড ব্যবহার করে থাকে। এখন বাজারে অনেক প্রকারের ব্যান্ড পাওয়া যায়। আজ আমি কম দামে কালারফুল প্লাস্টিকের একটা ব্যান্ড কিনলাম।

IMG_20220726_084644_273.jpg

ব্রান্ডটির বৈশিষ্ট্যঃ
প্রোডাক্টঃ মাথার ব্যান্ড।
মডেলঃ কোন মডেল নাই।
ব্রান্ডঃ চায়না।
কালারফুল একটা মাথার ব্যান্ড।
সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি।
এটিকে সম্পূর্ণ ফোল্ডিং করলে ও ভাংগবে না।

IMG_20220726_084712_928.jpg

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনাগুনঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ★★★★(৪/৫)
দামঃ ★★★★★ (৫/৫)

তবে এই ব্যান্ডটির একটি সমস্যা হচ্ছে এটির কাটা ছোট হওয়ায় কারনে বেশি চুলকে আটকে রাখতে পারে না।

সর্বোপরি অল্প দামের মধ্যে ভালো একটি ব্যান্ড। বিভিন্ন কালারের পাওয়া যায়। দাম মাত্র ২০ টাকা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.22
JST 0.039
BTC 95635.37
ETH 3607.66
SBD 3.85