হারপিক (টয়লেট ক্লিনার) এর রিভিউঃ

in CoPi2 years ago (edited)
হারপিকঃ টয়লেট, ফ্লোর, বেসিন, টাইলস ইত্যাদি পরিষ্কার করার কাজে অপ্রতিদ্বন্দ্বী হচ্ছে হারপিক। বাজারে আরো অনেক কোম্পানির ক্লিনার আছে, যেমন-ক্লিন মাস্টার, শক্তি, ভেনিস ইত্যাদি। এইসব ক্লিনারের মধ্যে সবচেয়ে ভালো এবং শক্তিশালী ক্লিনার হচ্ছে- হারপিক। হারপিক আপনার টয়লেটকে রাখে ১০০% পরিষ্কার এবং জীবাণুমুক্ত। হারপিক টয়লেট ক্লিনার আপনাকে সুন্দর একটি ঘ্রাণ উপহার দিতে সক্ষম।

image.png
image source

ব্যবহার প্রণালীঃ প্রথমে আপনার টয়লেট এবং টয়লেটের মেঝেতে সুন্দর করে ছিটিয়ে দিন তারপর ৫ মিনিট পরে ব্রাশে হাল্কা ঘসা দিয়ে পরিষ্কার করে পানি ঢেলে পরিষ্কার করে ফেলুন। অসাবধানতা বশত কেউ খেয়ে ফেললে সাথে সাথে ডাক্তারের পরামর্শ মত ব্যবস্থা নিতে হবে।

Overall Rating
★ ★ ★ ★ (4/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
Quality: ★★★★ 4/5
Ease of Use: ★★★★★ 5/5
Price: ★★★★★ 5/5

image.png
image source

হারপিক ইংল্যান্ডে তৈরি একটি পণ্য। ১৯৮০ সালে ইংল্যান্ডে প্রথম হারপিক তৈরি করা হয়। হারপিক বাংলাদেশে Reckitt (Bangladesh) PLC. নামে তৈরি হয়। হারপিক এখন ৪০০ গ্রাম প্যাকেটে ও পাওয়া যায়।

Sort:  

You got a 100.00% upvote from @dkpromoter!


Get Daily Return by delegating to the bot and earn a passive income on your spare SP while helping the Steem Community


500 SP 1000 SP 2000 SP 5000 SP 10000 SP 20000 SP

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71239.75
ETH 3686.52
USDT 1.00
SBD 3.75